মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: নাটক হোক সুস্থ সমাজের দর্পণ – এই প্রতিপাদ্য কে সামনে রেখে রিয়াদ বাংলাদেশ থিয়েটার আগামী ২৯ মার্চ শুক্রবার রাত ৮ টায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ও অভিষেক উপলক্ষে প্রবাসের মাটিতে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্যে ঢাকা থিয়েটার আর্ট ইউনিট এর প্রয়াত নাট্যজন এস এম সোলায়মান রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল মঞ্চস্থ করবে।
রিয়াদ বাংলাদেশ থিয়েটারের একঝাঁক উদ্যমী সংস্কৃতিকর্মীরা প্রবাসের মাটিতে বাংলাদেশকে তুলে ধরতে ও সুস্থ ধারার সাংস্কৃতিক বিকাশে দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছে, মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের চেতনা বুকে ধারণ করেই সংগঠনটি কাজ করছে।
তারই ধারাবাহিকতায় ২৯ মার্চ রিয়াদ বাংলাদেশ থিয়েটার পরিবেশন করবে প্রবাসী বাংলাদেশিদের সামনে ভিন্নমাত্রার সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপিস্থত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ। প্রবাসের মাটিতে বাংলাদেশকে তুলে ধরতে তিনি সব সময় সহযোগিতা করে আসছেন।
রিয়াদ বাংলাদেশ থিয়েটারের পরিবারের পক্ষ থেকে আমন্ত্রিত সকল অতিথিদের যথাসময়ে উপস্থিত থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।