ক.ম. জামাল উদ্দীন, খামিস মোশায়েত, সৌদিআরব প্রতিনিধি: বাংলাদেশ কনস্যুলেট, জেদ্দার কনসাল জেনারেল স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে জানা যায় যে, আগামী ২৫ ও ২৬ জানুয়ারি ২০১৯ শুক্রবার ও শনিবার বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার কনস্যুলার টীম- খামিস মোশায়েতস্থ ইশারা খায়াতিন সংলগ্ন বাংলা মার্কেটের পশ্চিম পাশে অবস্থান করবেন।
২৫ জানুয়ারি শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৮টা এবং ২৬ জানুয়ারি শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কনস্যুলার টীম পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করবেন । খামিস মোশায়েত সহ পার্শ্ববতী এলাকার বাংলাদেশি প্রবাসীদের পাসপোর্ট সংক্রান্ত সকল সেবা এবং অন্যান্য প্রয়োজনীয় সেবা গ্রহণ করার জন্য জেদ্দা কনসাল জেনারেল এর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।
এ ছাড়াও ওয়েজ আর্নার্স বোর্ডেরও সদস্যপদ নিবন্ধন করা হবে । এ জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও ফি সহ প্রবাসীদের উপস্থিত হওয়ার জন্য কনস্যুলার এর পক্ষ থেকে জানানো হয়েছে।