সৈয়দ এম হোসেন বাবু, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এন্জেলস ১ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার সভার কর্তৃক গৃহীত সিদ্ধান্ত মোতাবেক আগামী ২৪ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ সম্মান ও মর্যাদায় পালন করবে।
বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এন্জেলস এর জেনারেল সেক্রেটারি তারেক বাবুর সঞ্চালনায় সভায় প্রেসিডেন্ট সৈয়দ এম হোসেন বাবু বলেন, একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়েছে। তাই এবার আমরা আন্তর্জাতিক অর্থাৎমেক্সিকো, ভারত, এলসালভাদর, শ্রীলঙ্কা সহ উৎযাপন করবো।
সভায় ভাষা সৈনিক ডা: মোহাম্মদ সিরাজউল্লাহ বলেন, ইউনেস্কোর ১৯৯৯ সালের ১৭ নভেম্বরের সাধারণ অধিবেশনে সর্বসম্মতিক্রমে বাংলাদেশের জমা দেয়া এবং অন্যান্য ২৮ টি দেশের সমর্থনে জমা দেওয়া খসড়া প্রস্তাবটি গ্রহণ করে, এর চেয়ে বড় গৌরবোজ্জ্বল আর কি হতে পারে। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তাই শোক নয় এটি আমাদের আনন্দের দিন।
কমিউনিটি নেতা মো: সামসুদ্দিন মানিক বলেন, মাতৃভাষা বিশেষ কোনো ব্যক্তি-মানুষের যেমন অন্যতম পরিচয়-উৎস, তেমনি তা একটি জাতিসত্তার অস্তিত্বেরও শ্রেষ্ঠ স্মারক।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে আরও বিস্তারিত আলোচনায় অংশগ্রহন করেন ভাইস প্রেসিডেন্ট নাহিদ সিমিম, সাংস্কৃতিক সম্পাদক ওস্তাদ কাজী হাসিব, গ্রীষ্ম মেলা কর্নধার রফিকুল হক রাজু, অর্থ সচিব পলাশ আহম্মেদ, কমিউনিটি নেতা সোহেল রহমান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন প্রমুখ।