মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: ২০২৩ সালের ২১ মে বাংলাদেশ থেকে ৪১৫ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফ্লাইট সৌদি আরবে পৌঁছে। গত ২১ মে থেকে শুরু করে ৭ জুন পর্যন্ত বিভিন্ন ভাবে ৬ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় মক্কা বাংলাদেশ হজ মিশনের মাধ্যমে প্রতিনিয়ত অনলাইনে হজ বুলেটিন প্রকাশ করে থাকেন।
এ যাবত মৃত হজযাত্রীরা হলেন- মো: সাইদুল আলম (৬৭) আইডি ১৫৩৪০০৮, পাসপোর্ট A03532098, গ্রাম রাধানগর, পোস্ট: আতায়ারি, জেলা পঞ্চনগর। মো: আইয়ুব খান (৪৮). আইডি নং ০৯৩৮১৩৪, পাসপোর্ট নং EB0236378, বাসা আমির আলীর বাড়ি, গ্রাম: দাসেরকান্দি, ওয়ার্ড নং-৭৫, কালিগঞ্জ, ঢাকা। মো: আলী হোসাইন (৫৮). আইডি নং:- ০৭৩১০৮০, পাসপোর্ট নং A07153737, গ্রাম: ঝিনাইগাতী, পোস্ট: ঝিনাইগাতী, জেলা: শেরপুর। ডা: মো: শফিকুল ইসলাম (৫৮). আইডি নং ১১২৩২২৯. পাসপোর্ট নং -A04286818, বাসা: হোল্ডিং: ০৩৭৩-০০০. চকছাতিয়ানী মাঠপাড়া, পাবনা, ওয়ার্ড নং – ১৩, পাবনা সদর, জেলা পাবনা। মিস. শাহানারা বেগম (৬৪). আইডি নং ১১৫৫০৬৩, পাসপোর্ট নং: EG0753079, গ্রাম রাস্তা:- ০৬৬৯১১০২৯০১. আলীমাবাদ বাটামারা, ডেমরা, ঢাকা। মো: আবদুল ওহিদ (৪৬), আইডি নং:- ০৮৮৭০৯৫, পাসপোর্ট নং: A04664227. বাসা হোল্ডিং নং: ৮ ই,বি. গোবিন্দগঞ্জ, জেলা:- গাইবান্ধা।