মনির হোসেন, মালে, মালদ্বীপ প্রতিনিধি: ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ে অসন্তোষ প্রকাশ করে ১২ অক্টোবর ২০১৮ শুক্রবার একটি সভা করে মালদ্বীপ আওয়ামীলীগ৷
সভায় বক্তব্য রাখেন মালদ্বীপ আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: আকবর হোসেন, সহ-সভাপতি ফাইজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহজালাল সিকদার, দপ্তর সম্পাদক রুবেল মৃধা, আন্তর্জাতিক বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালদ্বীপ শাখার সভাপতি এম কে আর শেখ কামাল, সাধারণ সম্পাদক এম এম কাওছার, আওয়ামী যুবলীগের সাইফুল ইসলাম আরজু।
ভারপ্রাপ্ত সভাপতি মো: আকবর হোসেন বলেন, ২০০৪ সালে ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দেশরত্ন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা সহ আওয়ামীলীগের নেত্রী সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান এবং ২৪ জনকে হত্যা ও পাঁচশতাধিক নেতাকর্মীকে মারাত্মকভাবে আহত করেন ঘাতকরা। তাদের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারকে নি:স্ব করা। তাই গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক জিয়ার ফাঁসি দাবি করে হাইকোর্টে আপিল করার জন্য তিনি সভা থেকে আহ্বান জানান। দেশের বাহিরে অবস্থানকারীদের দেশে এনে রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন মালদ্বীপ আওয়ামীলীগ, আওয়ামী যুবলীগ ও আন্তর্জাতিক বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালদ্বীপ শাখার নেতৃবৃন্দরা।
সভায় অারও উপস্থিত ছিলেন রাছেল আহম্মেদ সাগর, ইকবাল আহম্মেদ, কিরন, হাদিউল, লাল্টু, এস এম বাহার, মোকলেছ শেখ, জুয়েল সিকদার, পারভেছ, ভেজাল, সামিরুল ইসলাম সহ অনেকে।