কোপেনহেগেন, ডেনমার্ক: ২০০৪ সালের ২১ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের “সন্ত্রাস ও জঙ্গিবাদ ও দুর্নীতি বিরোধী” শান্তিপূর্ণ সমাবেশে বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে চিরতরে ভুলন্ঠিত করার লক্ষে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে এবং কেন্দ্রীয় নেতৃবর্গকে একসঙ্গে হত্যার উদ্দেশে সস্পূর্ণ পরিকল্পিত ভাবে বাঙালী জাতিকে চিরতরে নেতৃত্বশূণ্য করে দেওয়ার ভয়াবহ উদ্যোগ, নীলনকশা,ষড়যন্ত্র ,পাকিস্তান থেকে আর্জেস গ্রেনেড জোগাড়, গুলি ও গ্রেনেড হামলা, অপরাধীদের পুলিশী সাহায্যে পালিয়ে যেতে সাহায্য, অবশেষে ঘটনার দায়ভার খোদ আওয়ামী লীগের কাঁধে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করেন এবং তৎকালীন বিএনপি -জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদে ও পৃষ্ঠপোষকতায় ২১আগস্ট গ্রেনেড হামলা চালানো হয় । ডেনমার্ক আওয়ামীলীগের উদ্যোগে ২১ আগস্টের আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
এই হামলায় ২৪ জন নিহত ও শত শত লোকজন আহত হয় এবং অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা।
২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্বরনে ডেনমার্ক আওয়ামী লীগের উদ্যাগে ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মজুমদার বাচ্চুর সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সস্পাদক মাহবুবুর রহমানের পরিচালনায় কোপেনহেগেনের স্থানীয় একটি রেস্টুরেন্টে, ২১ আগস্ট বুধবার, সন্ধ্যা ৮টায় এক আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ডেনমার্ক আওয়ামী লীগের উপদেষ্টা রিয়াজুল হাসনাত রুবেল, সহ-সভাপতি নাছির উদ্দিন সরকার, মোহাম্মদ ইসমাইল, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন, বোরহান উদ্দিন, সাংগঠনিক সস্পাদক গোলাম কিবরিয়া শামীম এবং সদস্য মো: ওয়ালী হোসাইন রিপন।
অনুষ্ঠানে কোরআন থেকে তেলোয়াত ও মিলাদ পরিচলনা করেন সংগঠনের আন্তর্জাতিক সস্পাদক সফিকুল ইসলাম এবং জাতির পিতা ‘বঙ্গবন্ধু’ , বঙ্গমাতা, জাতীয় চার নেতা, ভাষা শহীদ ও ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদ ও মুক্তিযুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
বক্তারা, ২১আগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িত সকল আসামীদের কোর্টের রায় দ্রুত কার্যকর করার জন্য দাবি জানান।