আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ইতালিতে আওয়ামী পরিবারের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইতালির রোমে স্থানীয় এক রেস্টুরেন্ট ‘রোমা ওয়েস্ট’-এ আওয়ামীলীগ নেতাদের অংশগ্রহণে ঐদিন সন্ধ্যায় উক্ত সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠিত সভাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামীলীগের সহ-সভাপতি আলী আহমেদ ঢালী। বিশেষ অতিথি ছিলেন ইতালি আওয়ামীলীগ
যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু। প্রধান বক্তা ছিলেন নজরুল ইসলাম মাঝি। এছাড়াও বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা শাফিজুল হক শাফিজ।
আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম বাবুর সভাপতিত্বে এবং রোম মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জি আর মানিক ও আওয়ামীলীগ নেতা এ আর আহমেদ তপুর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন রোম মহানগর আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি স্বপন হাওলাদার, আওয়ামীলীগ নেতা মোঝাম্মেল হক, মহিলা আওয়ামীলীগ নেত্রী রিনা কবির, আওয়ামীলীগ নেতা রিয়াজ উদ্দিন প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন হবিবুর রহমান, রাসেল রানা, মুনির হোসেন, শাফা খন্দকার, বসির আহমেদ, শিমুল, হেলাল উদ্দন, মইনুল হোসেন, জুনায়েদ আহমেদ, সুজন, ইকবাল হোসেন, মেহেদি স্বপন, ছাত্রলীগ নেতা-কর্মীসহ আরো অনেকে।
অনুষ্ঠানে বক্তারা ভয়াল একুশ আগস্টের গ্রেনেড হামলায় আইভি রহমানসহ ২২ জন নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
উক্ত হামলায় সৌভাগ্যক্রমে মাননীয় প্রধানমন্ত্রী প্রাণে বেঁচে যাওয়াতে তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করা হয়।