ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন: আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটি লেবানন শাখার “নির্বাচন -২০১৯”। এ উপলক্ষে লেবানন বাংলাদেশ দূতাবাসকে দলটি আমন্ত্রণ জানাবে বলে জানিয়েছে আহবায়ক কমিটি।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাতা তখনকার সময়ের রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যাত্রা হয়। দলটির লক্ষ্য ছিল অর্থনৈতিক উন্নয়ন, গণতন্ত্রায়ন, বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে জাতীয় ঐক্য এবং জনগণের মধ্যে স্বনির্ভরতার উত্থান ঘটানো। এগুলোর ভিত্তিতে জিয়াউর রহমান তার ১৯ দফা ঘোষণা করেন।
জিয়াউর রহমানের আর্দশ ও ১৯ দফা কর্মসূচীর বিশ্বাসী বাংলাদেশের ন্যায় লেবানন প্রবাসে ১৯৯৮ সালে প্রতিষ্ঠা করেন লেবানন বিএনপি। লেবাননে দলের সমর্থক প্রত্যেকের বসবাসের জায়গায় যেয়ে এক- একজনকে পদ- পদবী দিয়ে দায়িত্বে সচেতন করে তোলা হয়।লেবানন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে রীতিনীতি মেনে সুসংগঠিত হয় এ দলটি। এখন দলের সমর্থক ও নেতাকর্মী অনেক বেড়ে যাওয়ায় পদ-পদবীর জন্য বা কমিটি গঠনে দলটি নির্বাচন ছাড়া বিকল্প নেই। দুই বছর কমিটির মেয়াদকাল তাই এর আগেও দু- দুবার নির্বাচনে ভোটারের রায়ে লেবানন বিএনপির কমিটি গঠিত হয়। আর এই অতীত ধারাবাহিকতায় আবারও একের অধিক প্রার্থী থাকায় আহবায়ক কমিটি নির্বাচনের সিদ্ধান্তে উপনীত হয়ে আগামী ২০ জানুয়ারি নির্বাচনের দিন ঘোষণা করে সব প্রস্তুতি সম্পূর্ণ করে।
নির্বাচনে সভাপতি পদে প্রার্থী মোঃ নজরুল ইসলাম মজুমদার এবং মফিজুল ইসলাম বাবু, সেক্রেটারী জেনারেল পদে প্রার্থী আমিনুল ইসলাম আইমান এবং মজিবর হক মজিব, সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী আনিসুর রহমান আনিস এবং আব্দুল কাইয়ুম। আর এ নির্বাচনে দলের সমর্থক ও প্রার্থীদেরকে উৎসাহ, আনন্দ দেয়ার জন্য এবং সার্বিক পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ দূতাবাস, লেবাননের সামাজিক ও রাজনৈতিক সংগঠন সমূহ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানাবে বলে জানিয়েছেন আহবায়ক কমিটি।