প্রবাস মেলা ডেস্ক: ডিসট্রেডস চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) ও রাইটস এন্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি) শিশুশ্রম রোধ, শিশু অধিকার সুরক্ষা ও অন্ধত্ব নিবারণের লক্ষ্যে বাংলাদেশেসহ পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করে আসছে। এরই ধারাবহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও ডিসিআই আগামীকাল ১৯ এপ্রিল, শুক্রবার সন্ধ্যা ৬টায় ঢাকার ফার্মগেটস্থ কৃষিবিদ ইন্সটিউশন বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে অসহায় শিশুদের জন্য চাইল্ড রাইটস অ্যাওয়ারনেস কনসার্ট ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র জনাব আতিকুল ইসলাম উপস্থিত থাকবেন। কনসার্টে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন, হাসান আবিদুর রেজা জুয়েল প্রমুখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন ডিসিআই এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. এহসান হক।
এছাড়াও সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে। (প্রেস রিলিজ)