মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে ৫ম বারের মতো অনুষ্ঠিত হচ্ছে সৈয়দ আহাদ ফাউন্ডেশন আয়োজিত তেলাওয়াত কোরআন প্রতিযোগিতা। শুক্রবার ১০ মে শারজায় হুদায়বিয়া রেস্টুরেন্টে হলরুমে দ্বিতীয় রাউন্ড সমাপ্ত হয়েছে।
আগামী ১৭ মে শুক্রবার রাত ১০ টায় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। ৫ম আসরের প্রতিযোগিদের বাছাই পর্বে ৩ শত হাফেজ ও সাধারণ প্রবাসী ছাত্র-ছাত্রী অংশ নেয়। সেমিফাইনালে হাফেজদের মধ্য থেকে ১০ জন এবং সাধারণ থেকে ২০ জনকে বাছাই করা হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল গণি চৌধুরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সৈয়দ আহাদ ফাউন্ডেশনের সভাপতি মুস্তফা মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কো চেয়ারম্যান মাজহারুল ইসলাম মাহাবুব, বাংলাদেশ সমিতির সভাপতি এম এ বাশার, সমিতির অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, মোহাম্মদ আলী, জাকির হোসেন ও হাজী শরাফত আলী।

ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, প্রবাসী শিশু কিশোরদের মধ্যে কোরআন তেলাওয়াতের চর্চা ও কুরআনের সাথে সম্পর্ক বৃদ্ধির জন্য এই আয়োজন।
বিচারকদের মধ্যে উপস্থিত ছিলেন ক্বারী আজহারুল ইসলাম, ক্বারী মহিববুর রহমান মঞ্জু, ক্বারী শহিদুল ইসলাম, ক্বারী মোস্তাফিজুর রহমান ও হাফেজ মোহাম্মদ উসমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান, ইমাম হোসেন জাহিদ পারভেজ, মেহেদী ইউছুফ, মানিকুল ইসলাম ও জাকির হোসেন সহ আরও অনেকে।
অনুষ্ঠানে আমিরাত প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।