প্রবাস মেলা ডেস্ক: শিশুশ্রম রোধ, শিশু অধিকার সুরক্ষা ও অন্ধত্ব নিবারণে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে কাজ করে যাচ্ছে ডিসিআই-আরএসসি। আগামী ১৯ এপ্রিল শুক্রবার কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে একটি সচেতনতামূলক ‘চাইল্ড রাইটস এ্যাওয়ারন্যাস কনসার্ট’ আয়োজন করতে যাচ্ছে সংগঠনটি। এ উপলক্ষ্যে আগামী ১৬ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টায় গুলশানস্থ হোটেল ট্রপিক্যালে এক সংবাদ সম্মেলন ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বারডেমে এর সেক্রেটারি জেনারেল ও ডিসিআই এর কান্ট্রি ডাইরেক্টর প্রফেসর এ. কে আজাদ, কিংবদন্তী গায়িকা ও ডিসিআই এর গুডউইল এম্বাসেডর সাবিনা ইয়াসমিন, সঙ্গীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল, ডিসিআই এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. এহসান হক সহ সংস্থাটির কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। (প্রেস রিলিজ)