আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: অবশেষে ইতালির সরকার কিছু শর্ত সাপেক্ষে পর্যটন খাত খুলে দিবে বলে ইতালির গণমাধ্যমে জানান দিয়েছে। যারা টিকা দিয়েছে এবং করোনাভাইরাস থেকে সুস্থ্য হয়েছেন, কেবলমাত্র তাদের জন্য গ্রীণ পাসের ব্যবস্থা করা হচ্ছে। যার মেয়াদ থাকবে ৬ মাস পর্যন্ত এবং যারা (tampone তাম্পনে) করোনা টেস্ট করবেন তাদের ইতালি ঢুকার ৪৮ ঘন্টা আগে (tampone তাম্পনে) করতে হবে।
বিশেষ করে গ্রীণপাসধারী ইউরোপীয় ইউনিয়নসহ, আমেরিকা এবং ইসরায়েলের সকলের জন্য খুলে যাচ্ছে ইতালির পর্যটন খাত। এদের জন্য কোন কোয়ারান্টাইন থাকবেনা এবং হলুদ কমলা এবং লাল সকল অঞ্চলেই যেতে পারবেন মুক্তভাবে। তবে, ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা ও ইসরায়েল ব্যতিত অন্যান্য দেশের জন্যও কোয়ারান্টাইনের সময়সীমা ৫/১০ দিন করা হবে বলে আলোচনা চলছে এবং ১৫ মে এর পর অধ্যাদেশের সময়সীমা আর বাড়ানোর কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী রবের্তো স্পেরান্সা।
একটা ভালো খবর হলো, যারা বাংলাদেশে আটকা পড়ে আছেন, তাদের জন্য ১৫ মে’র পর ইতালি ফিরতে আর জটিলতা থাকবেনা। তবে হ্যাঁ, মনে রাখতে হবে ইতালি আসার ৭২ ঘন্টা আগে কোভিড টেস্ট এবং কোয়ারান্টাইন বাধ্যতামূলক থাকবে।
উল্লেখ্য যে, ২৮ এপ্রিল ২০২১ হঠাৎ করেই স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ থেকে প্রবাসীদের প্রবেশ নিষিদ্ধ করে দেয় ১৫’মে পর্যন্ত। এই নিষেধাজ্ঞারো যুক্তিসংগত কারণ ছিল, পাঁচ বছর আগেও বাংলাদেশিদের সব ক্ষেত্রে একটা সুনাম ছিল এদেশে, দুঃখের বিষয় হলো সে সুনাম আর এখন অক্ষুন্ন নেই, কারণ বিভিন্ন রকম সমাজ বিরোধী অপরাধের সাথে জড়িত হয়ে অনেক বাংলাদেশি পুলিশের হাতে ধরা পড়েছে। বিশেষ করে গত বছর করোনার ঠিক এসময়, ইতালি প্রবাসী বাংলাদেশিদের অনেকেই বাংলাদেশ থেকে আসার সময় ইতালি এয়ারপোর্টে করোনা টেস্টের ভুয়া সার্টিফিকেটসহ ধরা পড়েছে, এবং যাদের কোয়ারেন্টাইনে থাকার কথা ছিল তারা তা’না করে, উন্মুক্তভাবে চলা ফেরা করে কোরোনা ছড়িয়েছ। যার জন্য কয়েকটি দেশের পাশাপাশি বাংলাদেশিদের জন্য সাময়িক প্রবেশনিষিদ্ধ ঘোষণা করা হয়।