জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে ইতিহাসের মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যসহ যারা ঘাতকের নির্মম বুলেটে প্রাণ হারিয়েছেন তাদের প্রতি গৌরব ৭১যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা, বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ ও দোয়া প্রাথর্না করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, সহ-সভাপতি বাচ্চু ব্যাপারী, সহ-সভাপতি নূরজ্জামান খান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আল মামুন ফকির, কোষাধ্যক্ষ হাকিম সিকদার, নাজমা সুলতানা, অর্পন মোল্লা, শরীফ খান প্রমূখ।
বক্তাগণ বঙ্গঁবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মানে বাঁধা সৃষ্টিকারী লুটেরা, সন্ত্রাসী, দূর্নীতিবাজ, অর্থপাচারকারী ও সকল ষড়যন্ত্র রুখে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার শপথ গ্রহণ করেন।
গৌরব ৭১ কেন্দ্রীয় কমিটি বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে কানাডা থেকে দেশে ফিরিয়ে আনার জন্য কানাডা সরকারের কাছে অনলাইন পিটিশন করেছে সেটিতে সকলকে সাইন করার অনুরোধ জানিয়েছে এবং বঙ্গবন্ধুর বাকি খুনিদের বাংলার মাটিতে ফাঁসির আদেশ কার্যকর করা হয় সেটির জন্য জোর দাবী জানিয়েছে।