প্রবাস মেলা ডেস্ক: ঋতুপর্ণা সেনগুপ্ত প্রায় ১০ মাস পর কলকাতায়ফিরেছেন। বিমান থেকে নেমেই উচ্ছ্বসিত ছিলেন তিনি। মাস্কে ঢাকা মুখ নিয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন। হাসিমুখটি দেখা না গেলেও চোখের শান্তি ইনস্টাগ্রামে আপলোড করা ছবিতে পরিষ্কার। ক্যাপশনে লিখেছিলেন, “কলকাতা, ফিরে এসেছি আমি”।
শুধু তাই নয়, কলকাতায় ফিরেই শুটিং শুরু করে দিলেন এই নায়িকা। পরিচালক সানি রায়ের ‘সল্ট’ ছবির সৌজন্যেই প্রায় ১০ মাস পর ফ্লোরে ফিরলেন ঋতুপর্ণা। ছবিতে মায়া নামে এক লেখিকার চরিত্রে অভিনয় করছেন তিনি। আর তার স্বামীর চরিত্রে অভিনয় করছেন চন্দন রায় সান্যাল।
এতদিন পর ফ্লোরে ফিরে এই অভিনেত্রী জানান, প্রথমদিকে একটু নার্ভাস লাগছিল। কিন্তু জাতে তো অভিনেত্রী! মেকআপ ভ্যানে ঢুকা মাত্রই চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে যান।
কলকাতা ছাড়াও দার্জিলিংয়ে ছবির শুটিং হওয়ার কথা রয়েছে। ঋতুপর্ণা এবং চন্দন ছাড়াও রয়েছেন শুভম এবং ঈশান মজুমদার।