জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ব্রিটিশ-বাংলাদেশীদের স্মার্ট আইডি কার্ড প্রদান, মৌলভীবাজারে সরকারী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও প্রবাসীদের সহায় সম্পত্তি রক্ষার দাবি সহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে গত ১৪ এপ্রিল রবিবার ব্রিটেনে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের এক সমাবেশ পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়।
কমিউনিটি নেতা ও সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক খান জামাল নূরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিবিসিই এর ডাইরেক্টর জেনারেল ও রাজনগর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সাইদুর রহমান রেনু জেপি, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীন সাংবাদিক এম এ মান্নান, বার্মিংহামের কমিউনিটি নেতা সৈয়দ জামশেদ আলী, রাজনীতিবিদ ও সমাজসেবী শরিফুজ্জামান চৌধুরী তপন, হ্যান্ডস ইউনাইটেড ফাউন্ডেশনের সভাপতি মশাহিদুর রহমান, মৌলভীবাজার উন্নয়ন পরিষদের সভাপতি ময়িজ মজুমদার, কমিউনিটি নেতা আতাউর রহমান কুটি, মাকিনুর রশীদ, সাংস্কৃতিক কর্মী মশুদ বকশ নজমুল, কমিউনিটি নেতা মইনুল ইসলাম, আব্দুল হান্নান তরফদার, শিক্ষক গোলাম কাদের চৌধুরী শামীম, কানেক্টিং কমিউনিটিজ-এর সেক্রেটারী আব্দুল মোহিত চৌধুরী, ইঞ্জিনিয়ার আবু বকর সিদ্দিক তুহিন, ইঞ্জিনিয়ার আব্দুল মুক্তাদির মুক্তা, সাংবাদিক ও কবি মোহাম্মদ মাজুক, মোঃ ওমর ফারুক ঘোরি, আব্দুল বারী প্রমুখ। সভায় কোরআন তেলাওয়াত করেন হাফেজ এমদাদুর রহমান।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে মৌলভীবাজার জেলাবাসীর ঐতিহাসিক অবদান থাকা সত্ত্বেও দীর্ঘকাল ধরে তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। বিলেতে ক্যাটারিং ইন্ডাস্ট্রির উন্নয়নে ও কর্মসংস্থান সৃষ্টিতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে, মিডিয়া ও রাজনৈতিক ক্ষেত্রে ব্রিটেনের প্রতিটি জাতীয় ভিত্তিক সংগঠনের নেতৃত্ব প্রদানে মৌলভীবাজারবাসীদের অবদান অপরিসীম।
সভায় মৌলভীবাজারে জেলা সদরের সাথে রেল সংযোগ স্থাপন, শমসের নগর বিমান বন্দর চালু, চা বোর্ডের সদর দফতর শ্রীমঙ্গলে স্থানান্তর, মনু ও ধলাই নদীর পুনঃখনন ও বন্যার হাত থেকে রক্ষা, মাগুর ছড়া চা বাগানের ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান, ঢাকা-মৌলভীবাজার চার লাইনের মহাসড়ক চালু ও পর্যটন শিল্পের উন্নয়ন এর দাবি জানানো হয়। দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশে গণসংযোগ, সভা-সেমিনার, মিছিল ও বিক্ষোভ কর্মসূচীর ডাক দেয়া হবে।
সভায় ব্রিটেনে মৌলভীবাজার জেলাবাসীকে আরো ঐক্যবদ্ধ করার এবং মৌলভীবাজারবাসীর অবদান বহির্বিশ্বে তুলে দরার উপর গুরুত্ব আরোপ করা হয়।
সভায় অভিমত প্রত্যেক মানুষের নিজস্ব রাজনৈতিক ও সামাজিক চিন্তা-চেতনা থাকতে পারে কিন্তু মৌলভীবাজারবাসী হিসেবে দল-মত নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করতে আহ্বান জানানো হয়।