প্রবাস মেলা ডেস্ক: যুক্তরাষ্ট্রভিত্তিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ডিসিআই ( Distressed Children & Infants Inerntional) আগামীকাল ১০ আগস্ট ২০১৮ শুক্রবার দুপুর ২ টায় সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠা, অন্ধত্ব নিবারণের লক্ষ্যে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার বিষয়ে এক সংবাদ সম্মেলন এর আয়োজন করা হয়েছে। (Venue: Arbor City Hotel, 12 Osborn Street, London E1 6TE), ডিসিআই’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. এহসান হক এ সংবাদ সংম্মেলন করবেন বলে জানা গেছে।
সুবিধাবঞ্চিত শিশুদের শিুশুশ্রম, তাদের পড়ালেখার অধিকার বিষয়ে ইউরোপের বিভিন্ন কমিউনিটিতে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে এ সংবাদ সম্মেলন হবে বলে জানা গেছে। সম্মেলনে ডিসিআই’র নির্বাহী পরিচালক ড. এহসান হক এ সংগঠনের মাধ্যমে কিভাবে তারা সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, চিকিৎসা সেবা দিয়ে থাকে তার একটি প্রেজেন্টেশন উপস্থাপন করবেন।
উল্লেখ্য, বিশ্বব্যাপি সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা আর্ন্তজাতিক সংগঠন ডিসিআই ২০০৩ সাল থেকে শিশুদের স্বাস্থ্য, শিক্ষা এবং উপার্জনের সুযোগ করে দিতে শিশুদের অধিকার সুরক্ষা এবং তাদের পরিবারের জন্য কাজ করে যাচ্ছে।