ইফফাত আরা, লন্ডন, যুক্তরাজ্য: প্রতিবছরের মতো এবারও ১০ অগাস্ট শুক্রবার সুন্দরবন ফাউন্ডেশন ও লন্ডন ক্রিকেট লীগ (এলসিএল) এর বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হবে। পাম ট্রি মিলনায়তনে এ অনুষ্ঠান চলবে বিকাল ৬ টা থেকে রাত ১১ টা পর্যন্ত। প্রখ্যাত নাট্য অভিনেতা স্বাধীন খসরুর পরিচালনায় অনুষ্ঠানে থাকবে নাচ গান ও নৈশভোজের ব্যবস্থা । বিলেতের সনামধন্য সব শিল্পীরা এ অনুষ্ঠানে অংশ নিয়ে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখবেন বলে জানা গেছে।
বাংলাদেশের আবাসন শিল্পের মডেল শাপলা সিটি লিঃ, সুন্দরবন ফাউন্ডেশন ও এলসিএল আয়োজিত বার্ষিক মিলনমেলার প্রধান স্পন্সর। অনুষ্ঠানে ঢাকা থেকে আগত কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মোঃ বদরুদোজ্জা ও চেয়ারম্যান ইরিন ওসমান উপস্থিত থাকবেন। প্রদর্শন করবেন শাপলা সিটির উপর নির্মিত তাদের বর্তমান কাজের অগ্রগতির উপর একটি সংক্ষিপ্ত ভিডিও ডকুমেন্টারী। এছাড়া শাপলা সিটি প্রজেক্ট ও ফ্লাট সংক্রান্ত যে কোনো প্রশ্নের জবাবও দেবেন তারা। ১০ অগাস্ট শুক্রবার সুন্দরবন ফাউন্ডেশন ও এলসিএল এর বার্ষিক মিলনমেলায় প্রথম ১০ জন যারা বুকিং করবেন বা সংগ্রহ করবেন ডিসকাউন্ট কার্ড তাদের জন্য মাস ব্যাপী থাকবে বিশেষ ছাড় ও একটি বিমান টিকেটের ব্যবস্থা।
আয়োজকদের পক্ষ থেকে সুলতান আহমেদ শেখ ও কাইয়ুম হোসাইন স্বপন সকলকে স্বপরিবারে বার্ষিক মিলনমেলায় উপস্থিত হয়ে অনুষ্ঠানটি উপভোগ করার জন্য অনুরোধ করেছেন।