রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: প্রতি বছর অনেক জমজমাট আয়োজন দিয়ে শুরু হয় সবার বৈশাখের প্রথম প্রহর।কিন্তু এবারের বৈশাখের কেটেছে একটু অন্যরকমভাবে। মহামারি করোনা ভাইরাদের প্রাদুর্ভাবের কারণে সব মানুষের থাকতে হয়েছে হোম কোয়ারেন্টাইনে।
তাই এই ক্রান্তিলগ্নে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে পুলিশের নির্দেশনা মেনে যারা হোম কোয়ারেন্টিন পালন করছেন তাদের সাথে পহেলা বৈশাখের আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা জানাতে ফুল নিয়ে তাদের বাসায় গিয়েছে পুলিশ।
শুভেচ্ছা জানানোর পাশাপাশি কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের সুবিধা অসুবিধা খোঁজ খবর নেন। মানসিক ভাবে ভেঙ্গে না পরার অভয় দেন। বাড়ি বাড়ি ঘোরাফেরার পাশাপাশি কেও আইন ভঙ্গ করছেন কি না তাও যাচাই করে এসেছে পুলিশ। ১৪ এপ্রিল মঙ্গলবার, ২০২০ দুপুরে পতেঙ্গা থানার ওসির পক্ষ থেকে ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে বিভিন্ন এলাকায় হোম কোয়ারেন্টিনে থাকা মানুষের বাসায় যান। পতেঙ্গা থানার ওসির পক্ষ থেকে ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে পতেঙ্গা মাইজপাড়া এলাকায় হোম কোয়ারেন্টিনে থাকা এক ব্যক্তির বাসায় যান পতেঙ্গা থানার অপারেশন অফিসার এসআই জসিম উদ্দীন।
পতেঙ্গা থানার ওসি উৎপল বড়ুয়া বলেন, প্রতি বছর পহেলা বৈশাখে পতেঙ্গা বিচে মানুষের ঢল নামে। এ বছর করোনার কারণে তা উদযাপন করতে পারছে না মানুষ। করোনা ভাইরাসের সংক্রমণ যাতে না হয় সেজন্য অনেককে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দিয়েছে পুলিশ। হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের পহেলা বৈশাখে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গিয়েছি আমরা। মানুষ আনন্দ করতে পারেনি তা আমাদেরও কষ্ট লেগেছে কিন্তু কি করার। এই মহামারির অন্ধকার ভেদ করে আমরা আলোয় বের হবো একদিন। তারপর সব হবে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক বলেন, শুরু থেকে যারা হোম কোয়ারেন্টিন মানছেন তাদের উৎসাহ দিয়ে আসছি। আমরা তাদের নজরদারি যেমন করছি সঙ্গে সঙ্গে তাদের মধ্যে যাতে সচেতনতা তৈরি হয় সে চেষ্টাও করছি। হোম কোয়ারেন্টিন থাকা ব্যক্তিদের বাসায় কমিশনার স্যারের পক্ষ থেকে ফল উপহার পাঠিয়েছি। হোম কোয়ারেন্টিন যারা সমাপ্ত করেছেন তাদের সনদও দিয়েছি। সবকিছুর উদ্দেশ্য করোনা থেকে বেঁচে থাকা। তিনি বলেন, পহেলা বৈশাখে বিভিন্ন এলাকায় হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে পুলিশ। এর মাধ্যমে তাদের উৎসাহ যেমন দেওয়া হলো তেমনি নজরদারিতে রয়েছেন তারা বিষয়টিও বুঝানো হলো।
সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের পক্ষ থেকে নগরবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে নগরবাসীকে অযথা বাসা থেকে বের না হতে অনুরোধ করেন পুলিশ কর্মকর্তা আবু বকর সিদ্দিক।খুব বেশি প্রয়োজন হলে পুলিশের হেল্পলাইনে কল দিলে পুলিশ পৌঁছে যাবে আপনার দরজায় তারপরও ঘরে থাকুন।