হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ২১ জানুয়ারি সোমবার বাদ মাগরিব জ্যাকসন হাইটস জামে মসজিদে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে একাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের সুস্থতা, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
হুসেইন মুহাম্মদ এরশাদ বর্তমানে সুচিকিৎসার জন্য সিঙ্গাপুরে আছে। তার জন্য নেতৃবৃন্দ প্রবাসী সকল ভাই বোনের কাছে দোয়া চান।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী আবদুর রহমান, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু তালেব চৌধুরী চান্দু, জাপার সিনিয়র সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য জসিম উদ্দিন চৌধুরী, জাপার সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এডভোকেট আলহাজ্ব হারিছ উদ্দিন আহমেদ, জাপার সহ সভাপতি তোফায়েল আহমদ চৌধুরী, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ বারী টুটুল, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক খায়রুল আলম প্রমুখ।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন জ্যাকসন হাইটস জামে মসজিদের পেশ ইমাম।