আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: এশিয়ার বিভিন্ন দেশের অভিবাসী তথা বাংলাদেশি অভিবাসীদের হিসাব নেই বললেই চলে। ২০১৪ সাল থেকে ২০১৮ পর্যন্ত প্রায় ৫৮ হাজার অভিবাসী স্বপ্ন পুরন করতে অবৈধভাবে পাড়ি দিয়ে নিহত বা নিখোঁজ। ২০১৪ সালের পর হতে ২০১৮ সালের অক্টোবর পর্যন্ত অন্তত ৫৬ হাজার ৮০০ অভিবাসী নিহত বা নিখোঁজ হয়েছে বলে জাতিসংঘ সূত্রে জানা গিয়েছে।
এই সংখ্যা জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম প্রদত্ত সংখ্যার চেয়ে দ্বিগুণ। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক অনুসন্ধানে এই তথ্য ওঠে এসেছে বলে বিভিন্ন নিউজের বরাত দিয়ে জানা গেছে।
১ অক্টোবর পর্যন্ত আইওএম’র পরিসংখ্যান অনুযায়ী এই সংখ্যা ২৮ হাজার ৫০০ গত ১ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার এপি জানায়, এই পরিসংখ্যান বহির্ভূত আরও অন্তত ২৮ হাজার ৩০০ অভিবাসী নিহত বা নিখোঁজ রয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, ফরেনসিক তথ্য, নিখোঁজ মানুষের তথ্য, মৃত্যু নিবন্ধন এবং অভিবাসী ও শরণার্থীদের সাক্ষাৎকারের ভিত্তিতে এই পরিসংখ্যান তৈরী করেছেন এপি।
আইওএম তাদের পরিসংখ্যান তৈরি করেছে মূলত ইউরোপগামী অভিবাসীদের নিয়ে। তাদের তথ্যে অন্যান্য অঞ্চলে অভিবাসীদের তথ্য খুব কম সংযুক্ত করা হয়েছে। কিন্তু এপি’র পরিসংখ্যানে দক্ষিণ আমেরিকার অভিবাসীদের তথ্যও যুক্ত করা হয়েছে বিশদ ভাবে বিভিন্ন সংবাদ মাধ্যমকেও এপি জানায়, দক্ষিণ আমেরিকা বা এশিয়ায় অভিবাসীদের মৃত্যু বা নিখোঁজের খবর সম্পর্কে খুব কম জানা যায়।
আফ্রিকার অভিবাসীদের ইউরোপে পাড়ি দেওয়ার বিষয়টি আলোচিত হলেও মহাদেশটির অভ্যন্তরীন অভিবাসন সম্পর্কে তেমন কোনও আলোচনাই হয় না। ২০১৪ সাল থেকে অন্তত ১৮ হাজার ৪০০ অভিবাসী দেশ ছেড়ে অন্যদেশে গিয়েছে। তার মধ্যে এশিয়ার বিভিন্ন দেশ তথা বাংলাদেশি অভিবাসীদের হিসাবের কোন তথ্য নেই বললেই চলে।