প্রবাস মেলা ডেস্ক: হাসপাতালে ভর্তি অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। শোনা যাচ্ছে, অভিনেতার বুকে পেসমেকার বসানো হতে পারে। তবে পরিবারের পক্ষ থেকে এ বিষয়টি গোপন রাখা হয়েছে।
সব্যসাচীর কী হয়েছে, এ বিষয়ে জানতে অভিনেতার স্ত্রী মিঠু চক্রবর্তির সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে খুব বেশি কথা বলতে চাননি। ব্যস্ততার অযুহাত দিয়ে এড়িয়ে গেছেন। বলেছেন, পরিস্থিতি জেনে বুঝে বিস্তারিত জানাবেন।
গেল বছর বাংলাদেশে এসেছিলেন ফেলু দা খ্যাত সব্যসাচী চক্রবর্তী। সে সময় সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আর অভিনয়ে দেখা যাবে না তাকে। তবে পরে কলকাতা ফিরে নিজের অবস্থান ব্যাখ্যা করেন অভিনেতা। বলেন, তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
সম্প্রতি জানা গেছে, তিনি শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরাণী’ ছবিতে অভিনয় করছেন। তবে এই গুণি অভিনেতার অসুস্থতার খবর ছড়াতেই বেশ চিন্তিত হয়ে পড়েছেন ভক্তসহ টলিপাড়ার একাংশ।