প্রবাস মেলা ডেস্ক: জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। মডেল হিসেবে ২০১১ সালে একটি বিজ্ঞাপনের মধ্য দিয়ে বিনোদন অঙ্গণে নিজের নাম লেখান। এরপর টিভি নাটকের পাশাপাশি একাধিক চলচ্চিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছেন।
তবে জনপ্রিয় এই অভিনেত্রী হাসপাতালে ভর্তি রয়েছেন। ৩০ জুলাই ২০২২, শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার অ্যাপেনডিসাইটিস অপারেশন হয়েছে।
গণমাধ্যমে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, ‘শনিবার রাতে স্পর্শিয়ার অ্যাপেনডিসাইটিস অপারেশন হয়েছে। অপারেশনের পর স্পর্শিয়ার শারীরিক অবস্থা এখন স্বাভাবিক আছে। টেনশনের কিছু নেই।’
আপাতত অভিনয়ে খুব বেশি একটা না দেখা গেলেও সম্প্রতি এ অভিনেত্রীর ‘আইজ্যাক লিটন’ সিরিজটি বেশ আলোচিত হয়।