রাশেদ কাদের, জর্ডান থেকে, আম্মান: ছোটবেলা থেকেই স্বপন দেখতেন বিদেশে যাবেন ঘুরাবেন ভাগ্যের চাকা, হাসি ফোঁটাবেন পরিবারের সবার মুখে, তৈরি করবেন পাকা বাড়ি। কোন কিছুই করা হলোনা জর্ডান প্রবাসী হুসনেয়ারার।
নিজ কর্মস্থলে হার্ট এটাক করেন। সহকর্মীদের সহায়তায় দ্রত নেওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন (ইন্নালাল্লাহে অইন্না ইলাহে রাজ্বিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর।
বর্তমানে তার লাশটি স্থানীয় হাসপাতালের হিমাগারে রয়েছে। হুসনেয়ারা গত সাত বছর ধরে ক্লাসিক ফ্যাশনের ৬ কাজ করতেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত থাকলেও কোন সন্তান ছিলনা। তিনি জয়পুরহাট জেলার নাদিশাসনা গ্রামের মুহাম্মদ আবু সাঈদের কন্যা। পরিবারের দাবি মৃত হুসনায়েরার লাশটি যে খুব দ্রত বাংলাদেশে পাঠানো হয়।