মহুয়া মহু:
আমি নিত্য তোমার অবহেলায়
আমার তিলে তিলে গড়া
ভালোবাসা হারিয়ে যাচ্ছে
মন ভেঙে হচ্ছে চুরমার।
আমি তোমাকে খুজতে গিয়ে!
হাড়িয়ে ফেলছি বার বার,
তোমার ভিতরে অন্য কেউ
আমার ভালোবাসা এখন আর
নেই তোমার দরকার।
তুমি কখনো বুঝোনি আমায়
তোমার হৃদয়ে হয়েছে এখন
অন্য কারো বাস।
তাই তো নিত্য অবহেলায়
ভেঙ্গে চূড়ে করো
আমায় অবিরত ধূলিসাৎ।
আমার মনের মধ্যে
তুমি করে বিচরন,
তুমি সেই প্রতারিত মানব।
গভীরভাবে ভালোবাসার পরেও
করেছো আমায় দহন।
তোমার এমন আচরণে
আর যাচ্ছে না সহন।
কখনও কখনও মনে হয়
আমার ভালোবাসা টা তো
এক বিন্দুও মিথ্যে নয়।
ভালোবাসি তুমিও তো বলেছো,
তবে সে ছিলো শুধু মিথ্যা অভিনয়।
আমার কাংখিত ভালোবাসা কে
খুজতে গিয়ে,
গুলিয়ে ফেলেছি মন্দ ভালো কে,
অতি মূল্যায়ণ করতে গিয়ে
মূল্যহীন করেছি নিজেকে।
তোমার বলা সেই ভালোবাসি শব্দ টা
আজও হৃদয়ে আটকে আছে।
শত অবহেলার পরেও,
পরে ছিলাম তোমার পিছে পাশে।
নিত্য তোমার অবহেলায়
হাড়িয়ে যাচ্ছে,
আমার ভালোবাসা অজানা পথে।