প্রবাস মেলা ডেস্ক: ইসরাইলের অভ্যন্তরে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের নজিরবিহীন হামলার কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই হামলার ঘটনায় হামাসকে রক্তপিপাসু বলে আখ্যায়িত করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (১০ অক্টোবর) জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন। এ সময় ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়টিও পুনর্ব্যক্ত করেন বাইডেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, হামাসের এই হামলা জঙ্গি গোষ্ঠী আইএসের (ইসলামিক স্টেট) সবচেয়ে নৃশংসতার কথা স্মরণ করিয়ে দেয়। হামাসের হামলায় ইসরাইলে এক হাজারের বেশি বেসামরিক নাগরিককে হত্যার কঠোর নিন্দা জানান জো বাইডেন। নিহতদের মধ্যে অন্তত ১৪ জন মার্কিন নাগরিক বলে উল্লেখ করেছেন তিনি। বাইডেন বলেন, ‘হামাস ফিলিস্তিনি জনগণের পক্ষে দাঁড়ায়নি। তারা ফিলিস্তিনি জনগণকে মানববর্ম হিসেবে ব্যবহার করছে।
ইহুদি জনগোষ্ঠীদের জন্য দুঃখ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এটা নতুন নয়। গত শতকজুড়ে যে ইহুদিবিদ্বেষ চলে এসেছে, সেই কষ্টদায়ক স্মৃতিকে সামনে এনেছে এই ঘটনা।’
হামাসের হামলায় ইসরাইলে সংঘটিত কয়েকটি ভয়ানক ঘটনার কথা তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘বাবা-মায়েরা নিজেদের শরীর কেটে সন্তানদের রক্ষার চেষ্টা করেছেন…শিশুদের হত্যার খবর এসেছে… নারীদের ধর্ষণ করা হয়েছে।’
তিনি বলেন, আমরা ইসরাইলের পাশে আছি। এই হামলার সমুচিত জবাব দেয়ার জন্য যা যা করা দরকার, ইসরাইল তা করবে বলে বাইডেন উল্লেখ করেন। শনিবার (৭ অক্টোবর) ভোরে হামলা শুরুর মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরাইলে পাঁচ হাজার রকেট ছোড়েন হামাস যোদ্ধারা। হামাস হামলা চালানোর পর থেকেই পাল্টা পদক্ষেপ হিসেবে গাজায় বিমান থেকে বোমা হামলা চালাচ্ছে ইসরাইল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, টানা চার দিনের ইসরাইলি বোমা হামলায় অন্তত ৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন চার হাজারের বেশি মানুষ।