শ্রাবণ রহমান, হামবুর্গ, জার্মানি থেকে: জার্মানির সবচেয়ে সুখী শহর এবং পোর্ট সিটি খ্যাত হামবুর্গে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মুসলমানদের প্রবিত্র ঈদ-উল-আযহা। বুধবার সকালে ‘বায়তুল মোকাররম হামবুর্গ’ মসজিদে দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। হামবুর্গে বসবাসরত মুসলমান নারী-পুরুষ সকলে দুটি জামাতে অংশগ্রহণের সুযোগ পায়।ঈদের নামাজ শেষে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মার নিরাপত্তার জন্য দোয়া করা হয়।
হামবুর্গে প্রতি বছরই বাংলাদেশি পরিবার এবং ছাত্র সংখ্যা বাড়ছে, সেই সাথে বাড়ছে বিশেষ দিনগুলোতে উৎসব উদযাপনের আমেজ। স্থানীয় জার্মানরাও অনেকে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপনে শামিল হচ্ছেন। পরিবার পরিজন থেকে হাজার মাইল দূরে থেকেও হামবুর্গ শহরে বাঙালির প্রতিটি ঘরে চলছে পবিত্র ঈদ-উল-আযহার আমেজ।