প্রবাস মেলা ডেস্ক: হাবীব আমেরিকান ব্যাংক, নিউইয়র্ককে পার্টনারশিপ অ্যাওয়ার্ড-২০১৮ প্রদান করেছে এনআরবিসি ব্যাংক লিমিটেড। সম্প্রতি এনআরবিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে হাবীব আমেরিকান ব্যাংক, নিউইয়র্ক এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব আমির দারের হাতে পদক তুলে দেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব খন্দকার রাশেদ মাকসুদ।
এসময় উপস্থিত ছিলেন হাবীব আমেরিকান ব্যাংকের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশ জনাব কাজী আসাদুজ্জামান এবং হেড অব বিজনেস ডেভেলপমেন্ট বাংলাদেশ জনাব মো: শফিকুল ইসলাম, এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী মো: তালহা, উপব্যবস্থাপনা পরিচালক মো. মুখতার হোসেন, ইন্টারন্যাশনাল বিভাগের প্রধান জনাব কবীর আহমেদ, চীফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) জনাব হারুনুর রশিদ।