প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং ক্রিকেটার তামিম ইকবালকে দলে অন্তর্ভুক্ত করে বিশ্বকাপে পাঠাতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার বাংলাদেশ ক্রিকেট সাপোর্ট গ্রুপের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদের পক্ষে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, প্রধান নির্বাহী নির্বাহী কর্মকর্তা ও প্রধান নির্বাচক বরাবর এ নোটিশ পাঠানো হয়। তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে চলছে বিতর্কের ঝড়। সোশ্যাল মিডিয়ায় নেটিজেন এবং বাংলাদেশ ক্রিকেটের সমর্থকরা দুষছেন বিসিবির নির্বাচক প্যানেল থেকে শুরু করে সভাপতি নাজমুল হাসান পাপনকে। কেউ কেউ দুষছেন সাকিব আল হাসান এবং কোচ চণ্ডিকা হাথুরুসিংহকে।
গত জুলাইয়ে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাওয়ায় আবার ফিরে আসেন তিনি। এরপর নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন, পিঠের চোটের কারণে খেলেননি এশিয়া কাপে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে ফেরেন এই উদ্বোধনী ব্যাটার।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড
সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মাহেদী, তানজিদ তামিম, তানজিম সাকিব, মাহমুদউল্লাহ রিয়াদ।