মিজানুর রহমান মিজান, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র:
ফেসবুকেতে লিখব না আর
কবিতা আর ছড়া
বন্ধুরা সব কমেন্ট করে
দারুন সব করা।
লকডাউনে লিখতে শিখে
জীবন আমার ধন্য,
দু’দিনেরই বৈরাগী বলে
ভাতরে আবার অন্ন।
লেখালেখি করে যারা
তারাই আসল কবি,
ভাবিনি কোনদিন লিখব আমি
আর এটাই হবে আমার হবি!
যাইনা এখন আজিজ কিংবা
হাকিম চত্বরে
টিএসসি তে ঘুরতাম আগে
বইমেলার ই ভীড়ে।
শুকনা খেয়ে থাকতাম পড়ে
এদিক সেদিক হেথায়
লেখালেখির ভাব আসেনি
গিয়েও কভু সেথায়।
কাঁধে একখান ঝুলি থাকত
রাখতাম কিনে বই,
ভাবিনি দু’দশক পরে
যদি কিছু হই।
লেখালেখি নয় যে সোজা
শিখলাম আমি এসে,
লিখতে গিয়ে ছড়া কবিতা
গেলাম ফেসবুকেতে ফেঁসে।