প্রবাস মেলা ডেস্ক: পবিত্র হজ ও ওমরা নিয়ে চ্যালেঞ্জ মোকাবিলায় ‘হজ এবং ওমরা মিডিয়াথন’ চালু করেছে সৌদি আরব। পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম (পিইপি) এর সহযোগিতায় মিডিয়া মন্ত্রণালয়ে সেন্টার ফর গভর্নমেন্ট কমিউনিকেশন (সিজিসি) দ্বারা ‘হজ ও ওমরাহ মিডিয়াথন’ উন্মোচন করা হয়েছে। খবর গালফ নিউজ
চলতি বছর মিডিয়াথনের মাধ্যমে মানসম্পন্নভাবে পবিত্র হজ ও ওমরাহ মিডিয়া কাভারেজ করা হবে। এছাড়া ইন্ডাস্ট্রিয়াল কমিউনিকেশন সেক্টর প্রসারিত করার লক্ষ্যে সৌদি আরব এমন সিদ্ধান্ত নিয়েছে।
মিডিয়াথনের বহুমুখী পদ্ধতি রয়েছে। যার মধ্যে রয়েছে, উদ্ভোধন, সিলেকশন, ম্যারাথন এবং কোয়ালিফিকেশন। এতে অংশগ্রহণের জন্য একটি ওয়েব পোর্টালও চালু করা হয়েছে।