কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিঅারব প্রতিনিধি: : সৌদিঅারবের মক্কায় অাগামী অাগস্ট মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র হজ্ব।এই অাসন্ন হজ্বকে সামনে রেখে অাগামী ১৪ জুলাই থেকে শুরু হচেছ হজের প্রথম ফ্লাইট।
তবে চলতি বছর থেকে হজ্জ্ব ফ্লাইটে কঠোরতা আরোপ করে নতুন অাইন করেছে দেশটির সরকার। বিমান উড্ডয়নের ৭২ ঘণ্টা আগে যাত্রীদের পূর্ণাঙ্গ তালিকা চেয়েছে সৌদি কর্তৃপক্ষ। কোন দিন কোন ফ্লাইটে কতজন হজ্জ্বযাত্রী জেদ্দায় নামবে, তারা কোন বাড়িতে থাকবে, কোন মোয়াল্লেম তাদের অভ্যর্থনা জানাবে তা নিশ্চিত করতে এ নিয়ম চালু করেছে সৌদি সরকার। ২৬ জুন সৌদি আরবের হজ্জ্ব ও ওমরাহ মন্ত্রণালয়, মোয়াচ্ছাসা অফিসের প্রতিনিধির সংগে পরিচালক (হজ্জ্ব) ও হাব প্রতিনিধিদের ভিডিও কনফারেন্স বৈঠকে এ তালিকা নিশ্চিত করতে বলা হয়। বৈঠকে হজ্জ্বযাত্রীদের পাসপোর্টে মক্কা ও মদিনার আবাসিক ঠিকানা (বাড়ি/হোটেল), মোয়াল্লেম নাম্বার সম্বলিত স্টিকারের বিষয়টি নিশ্চিত করতে অনুরোধ জানানো হয়।
২৭ জুন ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ) এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় হজ্জ্ব ও ওমরাহ নীতি প্রতিপালন করতে হজ মৌসুমে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনার হজ্জ্বযাত্রীদের ফ্লাইটভিত্তিক তথ্য উড্ডয়নের ৭২ ঘণ্টা আগে মন্ত্রণালয়ের আইটি প্রতিষ্ঠান বিজনেস অটোমেশনকে সরবরাহ করার জন্য প্রত্যেক এজেন্সিকে নির্দেশ দেয়া হয়েছে। ১৪ জুলাই থেকে হজ্জ্ব ফ্লাইট শুরু হচ্ছে। এবার সরকারি ব্যবস্থাপনায় ছয় হাজার ১৯৮ ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার হজযাত্রী হজে যাবেন। বৃহস্পতিবার (২৮ জুন) থেকে হজ্জ্ব ভিসা দেয়া শুরু হয়েছে। প্রথম দিন পরীক্ষামূলকভাবে ১০০ জনের ভিসা দেয়া হয়। শনিবার থেকে বেসরকারি ব্যবস্থাপনার হাজীদের ভিসা দেয়া শুরু হয়েছে।