মোহাম্মদ ফিরোজ, সৌদি আরব থেকে: সৌদি আরবে হজ্ব পালনের প্রস্তুতি সাময়িকভাবে মুলতবি রাখার কথা জানিয়েছেন সৌদি আরবে হজ্বমন্ত্রী মোহাম্মদ বাতেন। সৌদি আরবে করোনাভাইরাসে মারাত্মক আকার ধারণ করায় এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মুসলমানদের অপেক্ষা করার আহ্বান জানান তিনি। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে হজ্বমন্ত্রী এ কথা বলেছেন বলে সৌদি পত্রিকা সৌদি গেজেটে এই খবর প্রকাশিত হয়েছে । মহামারি আকারে দেখা দেওয়া করোনাভাইরাস নিয়ে অনিশ্চিত পরিস্থিতি তৈরি হওয়ার প্রেক্ষাপটে তিনি গত ৩১ মার্চ, ২০২০ মঙ্গলবার এ আহ্বান জানান।

সৌদি হজ্বমন্ত্রী বলেন, ‘পবিত্র হজ্বের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে সৌদি আরব পুরোপুরি প্রস্তুত। তবে বর্তমান পরিস্থিতিতে যখন মহামারি আকারে করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে, তখন সৌদি আরব মুসল্লি ও নিজের দেশের নাগরিকদের সুরক্ষার কথা ভাবছে। এই পরিস্থিতির কাংখিত পরিবর্তন না হওয়া পর্যন্ত মুসলিম সম্প্রদায়কে পবিত্র হজ্ব পালনের প্রস্তুতি নিয়ে অপেক্ষায় থাকার পরামর্শ দিচ্ছি আমরা।’ পবিত্র হজ্বের বিষয়ে স্পষ্ট জানার জন্য আরেকটু অপেক্ষা করতে বলেন তিনি।এর আগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে গত মাসে সৌদি আরব পবিত্র ওমরাহ স্থগিত রয়েছে এবং সৌদি আরব জুড়ে চলছে কারফিউ ও লকডাউন। প্রতিবছর বিশ্বের নানা দেশের ২৫ লাখের মতো মুসলমান সৌদি আরবে পবিত্র হজ্ব পালন করেন। সৌদি আরবের রাজস্ব আয়ের একটি বড় অংশ আসে পবিত্র হজ্ব ও ওমরাহর আয়োজন থেকে।
উল্লেখ্য, সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় সৌদি আরবে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫৭জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ১৭২০ জনে । আজকে মারা গেছে ৬ জন, এই নিয়ে সর্বোমোট মারা গেছেন ১৬জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৯৯জন, সর্বমোট সুস্থ হয়েছেন ২৬৪ জন।নতুন আক্রান্তদের মধ্যে রিয়াদে ৭জন, মক্কায় ৫৫জন, মদিনায় ৭৮ জন, কাতিফ ৬ জন, জেদ্দায় ৩ জন, তায়েফ ২ জন, হুফুফ ৩জন, আল হেনাকিয়া ১জন, তাবুক ২ জন বলে জানা গেছে। এ খবরটি নিশ্চিত করেছেন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।