সুফি আসমার আলী, হংকং সিটি, হংকং: গত ২৮ এপ্রিল ২০১৯ তারিখে হংকংস্থ বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে ‘নতুন বাংলা বছর ১৪২৬’ বরণ অনুষ্ঠান হংকং’য়ে খুব আড়ম্বরপূর্ণ ও আকর্ষণীয়ভাবে উদযাপিত হলো। অনুষ্ঠানটি মূলত: আলোচনা, গান, আবৃত্তি ও আকর্ষণীয় নাচ এবং ভিন্ন স্বাদের ফ্যাশন শো দিয়ে সাজানো হয়েছিল। জয়া ও রফিকের সফল সঞ্চালনে অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা হচ্ছেন, শিশু শিল্পী আয়াত, মানার, সুহা ও নাফিয়া সহ রীমি, লিপি, ম্যাক্স, শামীম, নাসির, ঐশী, শিমুল, আব্রার, উইল কিম (দক্ষিণ কোরিয়া) রাজী, রাকিন, ইক্তেদারুল আলম, জনাব ও বেগম নাজমুল আলম (কনসাল), সুফি আসমার আলী এবং কনসাল জেনারেল মেহেদি হাসান। উল্লেখ্য যে, জনাব মেহেদি হাসানের গীটার বাদন ও গান দর্শকের যথেষ্ট মনোরঞ্জন করেছে।
অনুষ্ঠানের আয়োজনে কনস্যুলেটের সকল কর্মকর্তা ও কার্মচারীদের নিরলস পরিশ্রম ও এতে অংশগ্রহণ সত্যিই উচ্চ প্রশংসার দাবী রাখে। বিশেষ করে, কনসাল জেনারেল জনাব মেহেদি হাসান ও তাঁর পত্নি সানজিদা খানমের এই অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ, পরিকল্পনা এবং অক্লান্ত পরিশ্রম ছিল অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করার মূল চাবিকাঠি। অনুষ্ঠানের এক পর্বে বাংলাদেশে বিনিয়োগ সংক্রান্ত মার্ক ও ‘নীল রচিত ‘রান উইথ দ্যা রয়েল বেঙ্গল টাইগার- ইনভেষ্ট ইন বাংলাদেশ’ নামক পুস্তিকা’র মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি, স্থানীয় ও বিদেশী দর্শকের উপস্থিতি অনুষ্ঠানটির ভাবগাম্ভীর্য বৃদ্ধি ও একে উপভোগ্য করে তুলেছিল।