সুফি আসমার আলী, হংকং সিটি, হংকং : ৬ মে ২০১৯ হং কং চেম্বার অব কমার্স “বাংলাদেশে বৈদেশিক ইনভেস্টমেন্ট এর সুবিধা এবং কিভাবে তা’ সম্পাদন করা যায়” এই প্রসঙ্গে একটি গুরুত্ববপূর্ণ আলোচনা সভার আয়োজন করেছিল। চেম্বারের এশিয়া আফ্রিকা কমিটির চেয়ারম্যান জনাব বেহজাত মিরজাই এর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত হয়ে উঠেছিল। বিভিন্ন বংশোদ্ভুত স্থানীয় ও বিদেশী ব্যবসায়ী মহলের উল্লেখযোগ্য সংখ্যক উপস্থিতি অনুষ্ঠানের ব্যাপক প্রাণ সঞ্চার করেছিল।
অনুষ্ঠানের প্রধান বক্তা হং কং’য়ে নিযুক্ত বাংলাদেশের কন্সাল জেনারেল জনাব মেহেদী হাসান তাঁর বক্তব্যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সহ প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ের তথ্যবহুল পরিসংখ্যান পেশ ক’রে উপস্থিত ব্যবসায়ীদের বুঝিয়ে বলেন বাংলাদেশে বিনিয়োগ কেন তাদের জন্য লাভ জনক হবে।
অনুষ্ঠানের বিশেষ বক্তা, বাংলাদেশি বংশোদ্ভুত স্থানীয় ব্যবসায়ী ও হং কং’স্থ “বাংলাদেশ মেট্রোপলিট্যান চেম্বার অফ কমার্স হং কং’য়ের” জেনারেল সেক্রেটারি জনাব দেওয়ান সাইফুল আলম মাসুদ, তাঁর বক্তৃতায়, বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা পরিচালনার বিধি, নিষেধ, সুবিধা অসুবিধা সম্পর্কিত বাস্তব ভিত্তিক বিষয়গুলি নিজস্ব অভিজ্ঞতার আলোকে তুলে ধরেন।
উভয় বক্তাই উপস্থিত ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের প্রাসঙ্গিক জবাব দেন যা’ বাংলাদেশের ভাবমূর্ত্তীকে উন্নীত করতে ও অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীদের উদ্ভুদ্ব করতে সক্ষম হয় এবং তাঁদের অনেকেই বাংলাদেশে স্থাপত্য ও অবকাঠামো নির্মান সহ বিভিন্ন ক্ষেত্রে পুঁজি বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন।
প্রসঙ্গতঃ উল্লেখযোগ্য যে, আমেরিকান এক্সপ্রেস গ্লোবাল ইনভেষ্টমেন্ট সার্ভিস বাংলাদেশে ব্যবসায়ে অংশীদারিত্বের ভিত্তিত্বে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছেন। এই ব্যাপারে “বাংলাদেশ মেট্রোপলিট্যান চেম্বার অফ কমার্স হং কং’য়ের” জেনারেল সেক্রেটারি জনাব দেওয়ান সাইফুল আলম মাসুদকে লিখিত পত্রে তাঁরা আগামী ১৫ মে ২০১৯ তারিখে আলোচনার প্রস্তাব পেশ করেছেন। বাংলাদেশে বৈদেশিক পুঁজি বিনিয়োগ দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ও বাংলাদেশকে উন্নয়নের সিঁড়ি টপকাতে বিশেষ সহায়তা প্রদান করবে। দেশের সম্ভাবনার দুয়ার উন্মোচনের এই উদ্দ্যোগের জন্য “হং কং চেম্বার অব কমার্স” ও “বাংলাদেশ মেট্রোপলিট্যান চেম্বার অফ কমার্স হং কং” এবং বাংলাদেশ কন্স্যুলেট হং কং যৌথভাবে সংশ্লিষ্টদের তথা বাংলাদেশের জন সাধারণের উচ্চ প্রশংসার দাবিদার।