ওয়াসীম আকরাম, বেরুত, লেবানন: পরিবারের সুখ- শান্তি আর উজ্জল ভবিষ্যতে আশায় লেবানন প্রবাসে পাড়ি জমায় শাহ্ আলম। সেই আশা অপূর্ণ থেকে গেল কিন্ত অকালে ঝরে গেল উঠতি প্রাণ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা, থানাকান্দি গ্রামে মো: শাহ্ আলম এর দেশের বাড়ি। গত ১৫ সেপ্টেম্বর ২০১৮ রাত ৮ ঘটিকায় তার এক বন্ধুর সাথে মোটর সাইকেলে ঘুরতে বের হলে লেবানন বৈরুতের পাশে এলাকা আন্তুরা নামক স্থানে একটি প্রাইভেট কার পেছনের দিক থেকে মেরে দিলে এই দুর্ঘটনা ঘটে এবং গাড়ি দ্রুত গতিতে পালিয়ে যায়।
পরে লেবাননের পুলিশ উদ্ধার করে দুজনকে হাসপাতালে ভর্তি করে। অবশেষে ১৭ সেপ্টেম্বর ২০১৮ ভোর ৫টায় শাহ্ আলম চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।বর্তমানে তার মৃতদেহ হিমাগারে রাখা হয়েছে। শাহ্ আলমের অকাল মৃত্যুতে লেবানন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনসমূহ গভীর ভাবে মর্মাহত ও শোক প্রকাশ করে এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে।