হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি:
১/১১ পরবর্তীতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অগণতান্ত্রিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ এবং আটক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার মুক্তি আন্দোলনে বিভিন্ন কর্মসূচীতে অন্যান্য নেতাকর্মীদের সাথে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন রাজপথের সাহসী যোদ্ধা এম এ করিম। জননেত্রী শেখ হাসিনার মুক্তির দাবীতে নেতাকর্মী সহ বিভিন্ন পেশার মানুষের ২৫ লাখ গণস্বাক্ষর সংগ্রহ ও ২০০৮ সালের ২৮ এপ্রিল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে (বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়) জমা প্রদানে অংশ নিয়ে ছিলেন এম এ করিম। দীর্ঘ এগারো মাস কারাভোগের পর ২০০৮ সালের আজকের দিন ১১জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে গণ মানুষের নেত্রী শেখ হাসিনা মুক্তি পেয়েছিলেন। ঐদিন সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের হাজার হাজার ত্যাগী নেতাকর্মীদের মধ্যে এম এ করিমও বিজয় উল্লাসে জয় বাংলা- জয় বঙ্গবন্ধু- জননেত্রী শেখ হাসিনার মুক্তি শ্লোগানে অংশ নিয়েছিলেন ।