খলিল চৌধুরী, জেদ্দা, সৌদিআরব: সম্প্রতি হজ টার্মিনাল সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে সস্ত্রীকে নিয়ে বসে আছেন নওগাঁ জেলার মহাদেবপুরের মো. আব্দুল হামিদ। পবিত্র হজ পালন শেষে বুধবার সকাল সোয়া ৭টায় জেদ্দা বাদশাহ আব্দুল আজিজ বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সে (এসভি ৩৮৫২) তাদের দেশে ফেরার কথা।
এক মাসেরও বেশি সময় পর স্বজনদের মাঝে ফেরার আনন্দে দু’জনের চেহারাতেই খুশির ঝিলিক। সৌদি এয়ারলাইন্সের কাউন্টার থেকে জমজমের পানি সংগ্রহ করে তারা বাংলাদেশ প্লাজায় চেক ইন এর অপেক্ষা করতে থাকেন। চেক ইনের ডাক পড়লে সামনে এগিয়ে যেতে থাকেন মো. আব্দুল হামিদ। হঠাৎ করে দাঁড়ানো থেকে মাটিতে ধপাস করে পড়ে যান। মাথা ফেটে যায়। ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে।
এ সময় হজ অফিস জেদ্দায় কর্মরত চিকিৎসক ছুটে আসেন। পরীক্ষার পর চিকিৎসক মো. আব্দুল হামিদকে মৃত ঘোষণা করেন। এ সময় স্ত্রীর আহাজারিতে বিমানবন্দর এলাকা ভারি হয়ে ওঠে। জেদ্দা হজ টার্মিনালে কর্তব্যরত কর্মকর্তা কবীর আল-মামুন এ করুণ মৃত্যুর প্রত্যক্ষদর্শী।
তিনি বলেন, দু’জনের একসঙ্গে দেশে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত স্ত্রী একাই চলে যান। পরে ফ্লাইট পেতে সমস্যা হবে জানালে মো. আব্দুল হামিদের স্ত্রী একাই দেশে ফিরে যান। যদিও তাৎক্ষণিকভাবে মরহুম আব্দুল হামিদের স্ত্রীর নাম জানাতে পারেননি ওই কর্মকর্তা। চলতি বছর এ নিয়ে ১২৬ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০৫ জন পুরুষ ও ২১ জন নারী।