হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ও প্রখ্যাত সুরকার অনুপ ভট্টাচার্য মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। ৬ মে ২০২১, বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে রাজধানীর আজগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ডায়াবেটিক ভুগছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছন হাসপাতালটির ইমার্জেন্সি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সাবরিনা।
অনুপ ভট্টাচার্য ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’, ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘নোঙর তোলো তোলো’- এমন অনেক ঐতিহাসিক সমবেত গানের অন্যতম কণ্ঠশিল্পী অনুপ ভট্টাচার্য। মিতালী মুখার্জির কণ্ঠে ‘সুখ পাখিরে’, রফিকুল আলমের কণ্ঠে ‘বৈশাখী মেঘের কাছে’ সহ এমন অসংখ্য গানের সুরস্রষ্টাও ছিলেন তিনি। দারুণ গাইতেন রবীন্দ্রসংগীত।
এই কণ্ঠযোদ্ধার প্রয়াণে যুক্তরাষ্ট্র প্রবাসীদের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র এর সভাপতি ড. নুরান নবী, ভা: সাধারণ সম্পাদক রেফায়েত চেীধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম, লেখক সিকদার গিয়াস উদ্দিন, ভূতত্ত্ববিদ গিয়াস উদ্দিদ আহমেদ, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, সাংবাদিক মো: নাসির, কবি এবিএম সালেহ উদ্দীন, আওয়ামীলীগ নেতা মাহবুবুর রহমান মিলন, সাংবাদিক হেলাল মাহমুদ, এমএ করিম জাহাংগীর, ফিরোজ আহমেদ কল্লোল, ওসমান গনি, সুহাস বডুয়া, দেলওয়ার মানিক, শাহাদত হোসেন, ফিরোজ মাহমুদ, জেএসডি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হাজী আনোয়ার হোসেন লিটন ও সাধারণ সম্পাদক সামসুউদ্দিন আহমেদ শামীম সহ নিউইয়র্কের রাজনীতিক, কবি, লেখক, সাংবাদিক, শিল্পী এবং আরও অনেক গণ্যমান্য জন।