আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধিঃ ফিলিস্তিনিদের স্বাধীনতা ও সার্বভৌম ফিরিয়ে দিতে জাতি সংঘের প্রস্তাবিত আইনের বাস্তবায়নের লক্ষে সমাবেশ করেছে ইতালির মুসলিম কমিউনিটি। গত ১০ মে থেকে গাজায় ইসরায়েলের বোমা হামলায় সেখানে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। বিশেষ করে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু মারা যাওয়ায় ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব জুড়ে প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠে। পাশাপাশি বিশ্ব নেতাদের নানামুখী পদক্ষেপের ফলে যুদ্ধ বিরতি হয়।
তবে গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ৭০ বছরের এই ধ্বংসযজ্ঞের অবসান চান এখন বিশ্ব নেতৃবৃন্দরা। আর এই কারণেই রাজধানী রোমে গত ২৮ মে, ২০২১ শুক্রবার মুসলিম কমিউনিটি ইতালি আয়োজন করে সমাবেশের, যেখানে ফিলিস্তিনিদের স্বাধীনতা ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করার জোর দাবী জানানো হয়েছে।
এই সমাবেশের প্রধান সমন্বয়কারী সামাজিক ব্যক্তিত্ব শাহ মোঃ তাইফুর রহমান ছোটনসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং অন্যান্য দেশের মুসলিম নাগরিকরা অংশ গ্রহণ করে। সমাবেশে প্রতিবাদ জানাতে অমুসলিম জনগণও অংশগ্রহণ করেছে । অংশগ্রহণকারী নেতৃবৃন্দ অবিলম্বে জাতিসংঘকে ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবিত পদক্ষেপের বাস্তবায়নের লক্ষে কাজ করার আহ্বান জানান এবং যুুদ্ধবিধ্বস্ত দেশটির জনগণকে সহযোগিতা করারো দাবী জানান। উক্ত সমাবেশে ইসরায়েলের এই ধরনের অমানবিক ও যুদ্ধভাবাপন্ন মানসিকতার জন্যে তীব্র ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করেন।