হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধের সংগঠক, জাতির জনক বঙ্গবন্ধুর উপস্থিতিতে ঐতিহাসিক পল্টন ময়দানে ৩ মার্চ স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা জাতীয় বীর, সাবেক মন্ত্রী, জননেতা শাহাজাহান সিরাজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির উপদেষ্টা ভাষাসৈনিক রেজাউল করিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. সাদিয়া আহমেদ, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল এবং সাংগাঠনিক সম্পাদক লায়ন আল আমিন।
শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জাতির মহাদূর্যোগে আমরা একজন দেশপ্রেমিক, জাতীয় বীরকে হারালাম। বাংলাদেশের রাজনীতিক চার খলিফার অন্যতম খলিফা শাহাজাহান সিরাজ গণতন্ত্র, দেশরক্ষা ও দেশের উন্নয়নের জন্য যে ভূমিকা রেখেছেন জাতি গভীর শ্রদ্ধার সাথে তা স্মরণ রাখবেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে দীর্ঘদিন অসুস্থ ছিলেন, সেই সময় তিনি যে রাজনীতির দর্শনে বিশ্বাসী ছিলেন তাঁরা তাঁর সেভাবে খোঁজখবর নেননি। চাপা কষ্ট, অভিমান ও দুঃখ নিয়ে সবাইকে কাঁদিয়ে তিনি না ফেরার দেশে চলে গেলেন। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।