প্রবাস মেলা ডেস্ক: কোলকাতার সোনারপুরে অবস্থিত জ্যোতির্ময় নলেজ পার্কের প্রতিষ্ঠাতা ড. পার্থ সারথি গাঙ্গুলী’র সদাহাস্যময়ী, মানবদরদী মা স্বর্গীয় মীরা গাঙ্গুলী গত ২রা নভেম্বর ২০২০ পরলোক গমণ করেছেন। রেখে গেছেন সবার জন্য কিছু অভূতপূর্ব স্মৃতি এবং ওনার অমায়িক জীবনদর্শনের চিরন্তন ছোঁয়া। মহতি এই নারী ১৯৩৫ সালের ১৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন।
আগামী ২৬শে কার্ত্তিক ১৪২৭ (ইং ১২ই নভেম্বর ২০২০) বৃহস্পতিবার, জ্যোতির্ময় নলেজ পার্ক এর পূজা মন্ডপে তাঁর পারলৌকিক ক্রিয়া সুসম্পন্ন করা হবে। ২৭শে কার্ত্তিক ১৪২৭ (ইং ১৩ই নভেম্বর ২০২০) শুক্রবার স্মৃতিচারণ এবং অতিথি আপ্যায়নের (মধ্যাহ্ন ভোজন) আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করেছেন স্বর্গীয় মীরা গাঙ্গুলী’র পুত্র-কন্যা ও স্বজনরা। তারা অতিথিদের সাথে ভাগ করে নিতে চান কিছু উজ্জ্বল মুহূর্ত যা স্বর্গীয় মীরা গাঙ্গুলী তাঁর জীবদ্দশায় উপহার দিয়ে গেছেন সবাইকে।
স্বর্গীয় মীরা গাঙ্গুলী’র প্রয়াণে ড. পার্থ সারথি গাঙ্গুলী’র বন্ধু প্রবাস মেলা’র সম্মানিত উপদেষ্টা মামুন ইমতিয়াজ ও প্রবাস মেলা’র কলা-কুশলীরা গভীর শোক প্রকাশ করে শ্রদ্ধা জানিয়েছেন।