প্রবাস মেলা ডেস্ক: ২৬ এপ্রিল ২০১৯ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকার শাহবাগস্থ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আবৃত্তি সংগঠন স্বরবৃত্তের প্রযোজনায় মঞ্চস্থ হয় পল্লী কবি জসিমউদ্দীনের অনবদ্য সৃষ্টি কাব্যনাটক নকশী কাঁথার মাঠ।
শ্রুতি নাটকের আদলে মঞ্চস্থ নাটকটি দেখার জন্য মিলনায়তনে প্রচুর দর্শক সমাগম হয়।
প্রদর্শনীটিতে দর্শক-শ্রোতাদের তৃপ্তির ঢেকুর তুলতে দেখা গেছে। আগত অনেক দর্শক কাব্যনাটকটির প্রশংসা করেন।
মূল কথকে কন্ঠ দিয়েছেন কামাল মিনা, রুপাই-আকতার হোসেন, সাজু-কামরুন নাহার বাবলি, মেয়ে কথকমাহনুর জাবিন শারমিন, সহ কথক-শরিফুজজামান শিপলু, মানষী ঘোষ, ঘটক-আহসানুল কবির, বড়াই বুড়ি-আরিফা আকতার প্রেমা, সাজুর মা- সালমা আকতার, এবং রুপার মা-মৌসুমী খাতুন। নির্দেশনায় ছিলেন কামাল মিনা। যিনি একজন দক্ষ এবং সফল নির্দেশক হিসাবে তার পরিচয় তুলে ধরেছেন।
কামাল মিনা বলেন, প্রযোজনাটিতে পুরাতন শিল্পীর পাশাপাশি নতুন শিল্পীদের অংশগ্রহনের সুযোগ দেয়া হয়েছে। এরমধ্যে কয়েকজন মাত্র কর্মশালা শেষ করে এসেছেন।
সংগঠনের সভাপতি আকতার হোসেন বলেন, পর্যায়ক্রমে কাব্যনাটকটি দেশের বিভিন্ন জেলায় মঞ্চস্থ করার পরিকল্পনা রয়েছে আমাদের। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কন্ঠশীলনের সভাপতি বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য গোলাম সারোয়ার এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আহকাম উল্লাহ।
অনুষ্ঠান শেষে শুভেচ্ছা জানান আবৃত্তি সমন্বয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য মুক্তধারার কর্নধার রফিকুল ইসলাম, সোনারতরী’র সভাপতি বিশিষ্ট টিভি উপস্থাপক ও আবৃত্তিকার মামুন ইমতিয়াজ, আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ তমাল, অনুষ্ঠান সম্পাদক মনিরুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক মাসুম আজিজুল বাশার, প্রকাশনা সম্পাদক মজুমদার বিপ্লব, কল্পরুপের সভাপতি কাজী কোয়েল, বাকশৈলীর
সাধারণ সম্পাদক মাশরুক টিটু সহ অন্যান্য সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ শুভেচ্ছা জানান