জাহাঙ্গীর হোসেন, তুলুজ, ফ্রান্স:
এক যে ছিলো নির্বোধ জাতি
ভাবতো শুধু আজ
শিশুদের হাতে ছিলোনা বই
ছিলো শুধু কাজ ।
শিশুরা সব বড় হয়ে
হলো সবাই কামলা
দেশ চলবে কেমন করে
কোথায় পাবে আমলা ।
ইঞ্জিনিয়ার নেই শিক্ষক নেই
চলছে আদি বেশে
রোগ বালাইয়ে মরছে মানুষ
ডাক্তার নেই দেশে
সব হারিয়ে নির্বোধ জাতি
হলো কুপোকাত
মূর্খের দেশে মহারাজার
মাথায় পড়লো হাত ।
আজকের শিশু কালকে হবে
দেশের মেরুদন্ড
শিক্ষা ছাড়া দেশ গড়ার
স্বপ্ন হবে পণ্ড ।