প্রবাস মেলা ডেস্ক: ৩০ জানুয়ারি ২০২৪, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ঢাকাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে স্বপ্নকুঁড়ি’র আয়োজনে ‘চাই বন্ধু জীবন’ শিরোনামে সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। শিল্পী হিসেবে থাকবেন আরজুমান্দ আরা বকুল ও হাসান মাহমুদ।
আরজুমান্দ আরা বকুল বলেন, ২০২৪ সাল নতুন কিছু দিয়ে শুরু হচ্ছে। দর্শক-শ্রোতাদের ভালো কিছু উপহার দিব বলে আশা করছি।
উল্লেখ্য, নব্বই দশক থেকে অভিনয় করছেন আরজুমান্দ আরা বকুল। ইস্পাহানি আরিফ জাহানের পরিচালনায় ‘হৃদিতা’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করেন তিনি। ১৯৯৭ সালে ফরিদুর রহমানের প্রযোজনায় ‘হিসাব নিকাশ’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে টিভি নাটকে অভিষেক হয় বকুলের। আর সে বছরই তিনি বিটিভির তালিকাভুক্ত অভিনয়শিল্পী হন। ১৯৯৭ সালেই শাহ আলম কিরণের নির্দেশনায় ‘আমি এক অমানুষ’ চলচ্চিত্রে অভিনয় করেন। সেই থেকে আজ পর্যন্ত অদম্য ভালোবাসা নিয়ে অভিনয় করে চলেছেন আরজুমান্দ আরা বকুল। শুধু একজন অভিনেত্রী হিসেবেই নয় সংগীতশিল্পী হিসেবেও তার বেশ সুনাম রয়েছে। ২০০১ সালে তিনি বিটিভির তালিকাভুক্ত সংগীতশিল্পী হন।