রাজলক্ষ্মী মৌসুমী, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র থেকে:
হয়তো চলে যাবো খুব সহসা। প্রকৃতিও বিমুখ প্রায়।
প্রকৃতির সাথে কার সখ্যতা নেই বলো বন্ধু?
প্রকৃতির অকৃপণ সৌন্দর্য উপভোগ করার মতো নৈসর্গিক পরিবেশ সবার জীবনে আসেনা।
শহরের দালান বাড়ীতে থেকে তা কিন্তু সম্ভব নয়।
আমি স্বপ্ন দেখি আর দেখি আবার আড়ালে চলে যাই।
স্বপ্ন মানুষের মতো বেঈমান নয়, ঠিক হৃদয়ের মাঝখানে জায়গা করে নিয়েছে।
জলের স্রোতধারায় তাকিয়ে থাকতে পরম শান্তি পেতাম। চোখের পালকে, হৃদয়ের কুঞ্জে, রঙ্গিন স্বপ্ন বাসা বাঁধতো মনের সিন্ধুকে
আমি নিজেকে কখনও রাজ রাজেশ্বরী ভেবে কত না সুখ পেয়েছিলাম ঐ সোনালী দিনগুলোতে।
অতীতের সমস্ত স্বপ্নময় স্মৃতিকে এই বন্দী জীবনে স্বপ্নের মাঝেই ফিরে পাই আবার।
স্বপ্নগুলো আমার হৃদয় কোটরেই থাকবে অনাদিকাল।
হয়তো আমার মৃত্যু পর্যন্ত।
মেঘের আড়ালে অনেক ঢাকা পরেছে মনের ইচ্ছেগুলো।
প্রকৃতির বিচিত্র আবহাওয়ায় নিজেকে কখনও দস্যি মেয়ে, কখনও ঝড়ের কবলে তাল মিলিয়ে দামাল ছেলেদের মতো কতনা কুড়িয়েছি কাঁচা আম, পাকা আম।
শিলাবৃষ্টিতে শিল কুড়িয়ে গড়েছি কত খেলনা, নিমিষেই তা শেষ কিন্তু সুখ/আনন্দ পেয়েছি অফুরান।
মায়ের বকুনী আর বাবার আদরের শাসন আর এই স্বপ্নীল দিন গুলোকে ফিরে পাবো না কখনও।
বৃষ্টির বারিধারায় সখের কাগজের নৌকাটি ভাসিয়ে নিয়ে গেছে এক টানে। এই
অনুভূতিটির মাঝে দারুণ সুখস্পর্শ ছিলো।
এই সুখ স্বপ্নগুলো আজো আমার বুকের মাঝেই আছে।
স্বপ্নের যন্ত্রটি আজো আমায় রঙ্গিন স্বপ্ন সাগরে নিয়ে যায়।
প্রকৃতির বিমুখতায় আবার নিজেকে হারিয়ে ফেলি।
কেবলি মনে হয় হয়তো সহসাই চলে যাবো এ পৃথিবী ছেড়ে।