রাজিব ইব্রাহীম
স্পেন ইউরোপ মহাদেশের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত একটি সমৃদ্ধ রাষ্ট্র। এটি নানান প্রাকৃতিক দৃশ্য ও বিভিন্ন অধিবাসীর নিয়ে গঠিত একটি বৈচিত্র্যপূর্ণ দেশ। স্পেনের প্রস্তরনির্মিত দুর্গপ্রাসাদ, বরফাবৃত পর্বতমালা, বিশালকার সৌধ, আধুনিক ও পরিশিলীত শহর পর্যটকদের নজর কাড়ে। এছাড়াও ভৌগলিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যে পরিপূর্ণ স্পেনের সমুদ্র সৈকত, দেশটির ইতিহাস, শিল্পকর্ম, সাহিত্য, স্থাপত্যশৈলী এবং দেশটির খাবারও পর্যটকদের বেশ টানে। দেশটির গ্রামাঞ্চল আকর্ষণীয় দুর্গবেষ্টিত প্রাসাদ, প্রাচীন ধ্বংসাবশেষে পরিপূর্ণ, তবে শহরগুলো সন্দেহাতীতভাবে আধুনিক। কাতালুনিয়ার রাজধানী বার্সেলোনার ধর্মনিরপেক্ষ স্থাপত্য, রাজধানী মাদ্রিদের আঁকাবাকা সরু রাস্তা, জাদুঘর, গ্রন্থালয় প্রভৃতি সৌন্দর্য দেখতে যেকোন সময় যেতে পারেন আপনিও। চলুন স্পেনে যাওয়ার আগে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো জেনে নেই।
পোশাক-পরিচ্ছেদ
স্পেনীশরা পোশাকে খুবই স্টাইলিস এবং তা অবশ্যই মডার্ণ। কোন অনুষ্ঠান ছাড়াও তারা ভালো পোশাক পরে থাকে। তবে তারা প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করেন না।
ব্যবসায়ীক মিটিংয়ে তারা স্যুট এবং টাই পরে থাকে। তবে অতিরিক্ত রঙ্গীন পোশাক পরিহার করে থাকেন। গির্জা বা জাদুঘর পরিদর্শনের পরিকল্পনা থাকলে শর্ট পোশাক না পরাই ভালো।
খাওয়া দাওয়া:
স্পেনে ডিনার সাধারণত রাত ৯টা থেকে ১০ টার মধ্যে শুরু হয়। কোন কোন রেস্টুরেন্টে ১১টার আগেও আপনি ডিনার করতে পারবেন না।
খাবারের সময় হোটেলে আপনি চাইলে কিছুক্ষণ বিশ্রামও নিতে পারেন। আপনার স্পেনীশ বন্ধু খাবার শুরুর আগে আপনি শুরু করবেন না।
খাবারের সময় প্লেটের উপর ছুরি এবং কাটা সমান্তরালভাবে রাখুন, এরপর হাত সম্মুখ দিয়ে আপনার খাবার গ্রহণ করুন।
হোস্ট উঠার আগে আপনি খাবার টেবিল থেকে উঠবেন না।
বকশিশ
স্পেনে কম করে হলেও বকশিশ দিতে পারেন। তবে বকশিশ না দিতে চাইলেও কোন সমস্যা নেই। স্পেনে বকশিশ দেওয়া বাধ্যতামূলক নয়। তবে অনেক সময় লোকজন যাওয়ার আগে ৫ শতাংশ থেকে ১০ শতাংশ বকশিশ দিয়ে থাকে।
উপহার দেওয়া নেওয়া
ইউরোপের অনেক দেশে উপহার খুলে দেখতে নিষেধ থাকলেও স্পেনে কারো দেওয়া উপহার সাথে সাথেই খুলে দেখতে কোন সমস্যা নেই।
খুবই ভালো কোয়ালিটির উপহার দেওয়া ভালো। উপহারটি সুন্দরভাবে মোড়ানো থাকা উচিত।
উপহার হিসেবে যদি আপনি ফুল দিতে চান তাহলে ডালিয়া, ক্রিসেন্টহামাম, সাদা লিলি অথবা লাল গোলাপ দিতে পারেন। ফুল দিতে বিজোড় সংখ্যায় দিতে হবে, তবে আনলাকি তের ছাড়া!
আপনার নিজ শহর থেকে উপহার দেওয়ার চেষ্টা করুন। শিশু, স্থানীয় কলেজ অথবা পেশাদার ক্রীড়া দল হলে শার্ট অথবা বেসবল ক্যাপ উপহার হিসেবে দিতে পারেন।
অভ্যর্থনা
মিটিংয়ের পরে বাচ্চারাসহ সবার সাথে হ্যান্ডশ্যাক করুন, তবে বয়স্কদের সাথে আগে শুরু করুন।
অভ্যর্থনার সময় বাম গাল দিয়ে শুরু করে চুমু দিতে পারেন। যদি আপনার পরিচিত মহিলা হয় তাহলে কোলাকুলিও করতে পারেন।
ভ্রমণকারীর নিয়মাবলী
হোস্টের জন্য একটি ভালো উপহার নিতে হবে। ডেজার্ট (মিষ্টান্ন), ফুল অথবা মদ্যজাতীয় জিনিস হল স্পেনের জন্য চমৎকার উপহার।
হোস্টের কোন সন্তান আছে কিনা খোঁজ করুন, যদি থাকে তার জন্য একটি বিশেষ উপহার দিতে পারেন।
ব্যবসায়ীক আলোচনা
স্পেনে ভ্রমণ করতে গেলে আপনাকে সময়ের প্রতি খুবই শ্রদ্ধাশীল হতে হবে। স্পেনীশরা সময়ের প্রতি খুব একটা যত্মশীল না হলেও একজন বিদেশী ভ্রমণকারী হিসেবে আপনাকে সময়ানুবর্তী হতে হবে।
আপনার ব্যবসায়ীক ভিজিটিং কার্ডের এক পাশে স্পেনীশ ভাষা সংযোজন করতে হবে। অবশ্যই ব্যবসায়ীক যেকোন ম্যাটেরিয়ালস স্পেনীশ ভাষায় অনুবাদ করতে হবে, যদিও অধিকাংশ ব্যবসায়ীক মিটিংয়ে তারা ইংরেজিতে কথা বলে।
আলোচনার সময় ধৈর্য সহকারে তাদের কথা শুনুন। স্পেনীশরা ব্যবসায়ীক আলোচনার সময় এক সাথে একাধিক ব্যক্তির সাথে কথা বলা পছন্দ করেন না। তারা আলোচনা অনেকটা ধীর গতিতে এগোতে চায়, আপনিও সেটা অনুসরণ করতে পারেন।
স্পেনে ব্যবসায়ীক সম্পর্কের ক্ষেত্রে ডাইনিয়ের খাবার সময় খুবই গুরুত্বপূর্ণ। ডাইনিংয়ে খাবারের সময় আপনার স্পেনীয় ব্যবসায়ীক পার্টনার যোগ দিতে পারে।
মনে রাখবেন প্রথম ব্যবসায়ীক মিটিং একে অপরকে জানা এবং সম্পর্ক বাড়ানোর উপর গুরুত্ব দিতে হবে। শুরুতেই ব্যবসায়ের উপর খুব একটা গুরুত্ব দেয়ার দরকার নেই।
ব্যবসায়ীক আলোচনা সমঝোতায় পৌছালে কিছু উপহার দেয়ার জন্য আগেই প্রস্তুতি নিয়ে রাখুন।