বার্সেলোনা, স্পেন থেকে : আমরা আছি সারা বিশ্ব জুড়ে’ শিরোনামে মাদারীপুরে প্রবাসী ভিআইপি ক্লাব স্পেন এর পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে । ১২ ডিসেম্বর স্থানীয় মধুর ক্যান্টিন রেষ্টুরেন্টে তানভীর হাসান কচির সভাপতিত্বে ও তৌফিকুজ্জামান সহজের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদারীপুর ভিআইপি ক্লাবের ক্লাবের প্রধান সমন্নয়ক শফিক খাঁন।
সভায় সর্বসম্মতিক্রমে মো: আতাউর রহমান সভাপতি, মো: তৌফিকুজ্জামান সহজ সাধারণ সম্পাদক, মো: ফারুক মিয়া বয়াতী সাংগঠনিক সম্পাদক, শিবলু হাওলাদার অর্থ সম্পাদক ও জিন্নাত শফিক সাংস্কৃতিক সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন শফিক খাঁন ।
সামাজিক কল্যাণ, শিক্ষায় অগ্রগতি ও সাহিত্যে অগ্রগতি সাধন এবং ক্রীড়া চর্চা ও ক্রীড়ার মান উন্নয়ন, সাংস্কৃতিক চর্চা ও সংস্কৃতির মান উন্নয়ন সহ প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠা করা এই ক্লাবের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য বলে জানান ভিআইপি ক্লাবের প্রধান সমন্নয়ক শফিক খাঁন ।
তিনি আরো উল্লেখ করেন, স্পেনের পর ইউরোপের প্রতিটি দেশে মাদারীপুর ভিআইপি ক্লাব গঠন করা হবে । ভিআইপি ক্লাব স্পেন এর নবগঠিত কমিটি নিম্নে প্রদান করা হলো : সভাপতি মো: আতাউর রহমান, সহ সভাপতি মো: আবু জাফর মাসুদ, সহ সভাপতি মো: ফয়ছল আহমেদ মোল্লা, সহসভাপতি মো: সোহাগ মুন্সি, সহসভাপতি মো: এমদাদ হাওলাদার (মাদ্রিদ) সাধারণ সম্পাদক মো: তৌফিকুজ্জামান সহজ, সহ সাধারণ সম্পাদক মো: সৈয়দ বাপ্পি, সহ সাধারণ সম্পাদক মো: শিপন শাহ (মাদ্রিদ),সহ সাধারণ সম্পাদক মো: আতিকুর রহমান টারজান, সাংগঠনিক সম্পাদক মো: ফারুক মিয়া বয়াতী, সহ সাংগঠনিক সম্পাদক মো: রানা খাঁন, সহ সাধারণ সম্পাদক মো: শামিম খাঁন, প্রচার সম্পাদক মো: জুয়েল জোমদ্দার, সহ প্রচার সম্পাদক মো: হান্নান ফকির, দপ্তর সম্পাদক মো: রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক শিবলু হাওলাদার, আন্তর্জাতিক সম্পাদক পৃথিম রাজ, ধর্ম বিষয়ক সম্পাদক মো: জাহিদ বেপারী, মহিলা সম্পাদিকা স্বপ্ন শামিম, সহ মহিলা সম্পাদিকা ফারজান সহজ, সহ মহিলা সম্পাদিকা তাহমিন রহমান কেয়া, সমাজ কল্যান সম্পাদক মো: সুমন মোল্লা, সহ সমাজ কল্যান সম্পাদক মনির হোসেন, সাংস্কৃতিক সম্পাদক জিন্নাত শফিক, ক্রীড়া সম্পাদক মো: মোক্তার হোসেন ।
উপদেষ্ঠা পরিষদের সদস্যরা হলেন: নুরুল ইসলাম, তানবীর হাছান, শফিক খাঁন (প্রধান সমন্নয়কারী), এনায়েত ঢালী, সেলিম চৌকদার, জাহাঙ্গীর মৃধা, ছালাম চৌকদার, আবুল কালাম বাদল, সোহেল ফরাজী, শামিম হাওলাদার ।