শফিক খান, বার্সেলোনা, স্পেন: এমদাদ হাওলাদারকে সভাপতি ও জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক মনোনীত করে স্পেনে বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতি গঠন করা হয়েছে।
১৮ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার এই সমিতি গঠনের লক্ষ্যে স্পেনের বাংলা টাউন রেস্টুরেন্টে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সভার সভাপতি আব্দুল কাদের ঢালী আনুষ্ঠানিকভাবে কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী ও সহ-সভাপতি নুরুল আলম।
জসিম উদ্দিনের পরিচালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যুৎ কাজী, কাশেম মিয়া, পলাশ, মো. সেলিম খান, লোকমান হুসেন, জুয়েল, সুলতান প্রমুখ।