কবির আল মাহমুদ, মাদ্রিদ, স্পেন: প্রাণঘাতী করোনাভাইরাসে স্পেনে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। ৫ এপ্রিল, ২০২০ রোববার বিকেল ৪টায় মাদ্রিদে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার নাম মো. জাকির হক আনোয়ার। তিনি স্পেনে প্রায় ১৫ বছর যাবৎ বসবাস করে আসছিলেন। তার দেশের বাড়ী নোয়াখালি জেলার, সোনাইমুড়ী উপজেলার আমিরাবাদ গ্রামে।
এ নিয়ে দেশটিতে ২ বাংলাদেশি করোনায় প্রাণ হারালেন। বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, রাজধানী মাদ্রিদের আলকালা দে হেনারেস শহরে রোববার বিকেলে এক প্রবাসী বাংলাদেশির মারা গেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি কিরণ সালুদ আলকালা দে হেনারেস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এর আগে, গত ২৬ মার্চ, ২০২০ মাদ্রিদ শহরেই করোনায় প্রাণ হারান হোসাইন মোহাম্মদ আবুল (৬৭) নামে আরেক বাংলাদেশি। স্পেনের রাজধানী মাদ্রিদে তার বাসায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনিও দীর্ঘদিন ধরে সেখানে ব্যবসা করে আসছিলেন। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। দুই বাংলাদেশির মৃত্যুর ঘটনায় স্পেন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক বাড়ছে। স্পেনের বার্সেলোনা, মালাগা, ভায়াদোলিদ, আলিকান্তে, টেনারিফ, লাঞ্জারোতে, মুরসিয়া, মাদ্রিদসহ বিভিন্ন শহরে প্রায় ৩০ হাজারের অধিক বাংলাদেশি রয়েছেন।
করোনাভাইরাসের সংক্রমণে মারাত্মকভাবে বিপর্যস্ত স্পেনে গত ২৪ ঘণ্টায় আরও ৬৭৪ জন কোভিড-১৯ রোগী মারা গেছেন। দেশটিতে এ নিয়ে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে এখন ১২ হাজার ৬৪১ জন। তবে গত এক সপ্তাহের বেশি সময় ধরে দেশটিতে যত মানুষ মারা গেছে, তবে গতকালের মৃত্যুর সংখ্যাটা তার চেয়ে কিছুটা কম। মৃত্যু কমতে থাকায় সংকট উত্তরণে আশাবাদী দেশটির সরকার। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী নতুন করে স্পেনে গত একদিনে আরও ৬ হাজারের বেশি মানুষের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩০ হাজার ছাড়িয়ে গেছে।