মো.ছালাহ উদ্দিন, বার্সেলোনা, স্পেন: স্পেনে করোনাভাইরাস আক্রান্ত হয়ে প্রথম বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহত আবুল হোসেন (৬৫)। ২৬ মার্চ বৃহস্পতিবার ভোর ৪:৩০ মিনিটে মাদ্রিদে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
বাংলাদেশ দূতাবাসের দায়িত্বরত একজন কর্মকর্তা এর সত্যতা নিশ্চিত করেছেন।
এছাড়াও এসোসিয়েশন ভালিয়ান্তে বাংলা মাদ্রিদের সভাপতি ফজলে এলাহী ও স্পেন বাংলা প্রেসক্লাব এর সভাপতি সাহাদুল সুহেদ ৫২বাংলাকে মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।
আবুল হোসেন (৬৫) হলেন স্পেনে প্রথম বাংলাদেশী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ ব্যক্তি।
জানা গেছে, তিনি কিছুদিন থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। পরে স্ট্রোক করে নিজ বাসায় ইন্তেকাল করেন।
মরহুম আবুল হোসেন দীর্ঘদিন থেকে স্পেনের মাদ্রিতে বসবাস করে আসছিলেন। অত্যন্ত সজ্জন এই ব্যক্তি স্পেন জাতীয় পার্টির সভাপতি , চ্যারেটি সংগঠন গ্রীণ ক্রিসেন্ট স্পেন শাখার সহ সভাপতি এবং মাদ্রিদ ব্যাবসায়ী সমিতির সভাপতি হিসাবে দায়িত্বে ছিলেন। তার মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে গ্রীণ ক্রিসেন্ট স্পেন শাখার সভাপতি তামিন চৌধুরী এক শোকবার্তায় মরহুম আবুল হোসেন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
স্পেনের রাজধানী মাদ্রিদ ও পর্যটন শহর বার্সেলোনা সহ বিভিন্ন শহরে প্রায় ত্রিশ হাজার বাংলাদেশিদের বসবাস। বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া তথ্যমতে, এ পর্যন্ত বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৩৫জন ।এর মধ্যে রাজধানী মাদ্রিদে আক্রান্ত আছেন প্রায় ২৮ জন এবং পর্যটন শহর বার্সেলোনায় আক্রান্ত আছেন ৭ জন।
আবুল হোসেনের মৃত্যুতে গোটা স্পেনে বাংলাদেশীদের মধ্যে দেখা দিয়েছে বিয়োগ ব্যাথা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে মানসিকভাবে শক্ত থেকে স্বাস্থ্য সচেতনতার নির্দেশনা মেনে চলার প্রতি গুরুত্ব দিচ্ছেন। এছাড়াও ধর্ম বিশ্বাসীরা যার যার অবস্থান থেকে প্রার্থনা করছেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, স্পেনের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় ৪ কোটি ৭০ লক্ষ । এর মধ্যে সর্বমোট করোনা আক্রান্ত হয়েছেন ( ২৬শে মার্চ দুপুর পর্যন্ত ) ৫৬,১৮৮ জন এবং সুস্থ হয়েছেন এ পর্যন্ত ৭,০১৫ জন।